কলকাতা: অশান্ত বাংলাদেশ। রোজ সংবাদমাধ্যমে একের পর এক হিন্দুদের আক্রমণের খবর আসছে প্রকাশ্যে। অন্যদিকে এখনও জেলে বন্দি রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস। আর এই পরিস্থিতিতে বারে বারেই বাংলাদেশে হুমকির সুর শোনা যাচ্ছে মৌলবাদীদের গলায়। এই পরিস্থিতি কতটা ছুঁয়ে যাচ্ছে শিল্পীদের? ভারত ও বাংলাদেশের বিনোদন দুনিয়া আরও বেশি করে মিলেমিশে গিয়েছে গত কয়েকটা বছরে। এর আগেও বারে বারেই বড়পর্দায় কাজ করার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। ওপাড়ে গিয়ে যথেষ্ট কাজও করেছেন এপাড়ের শিল্পীরা। আর গত কয়েক বছরে ওটিটির দাপটে সেই যাতায়াত আরও বেড়েছে। যে সমস্ত শিল্পীরা কখনও পশ্চিমবঙ্গে কাজ করেননি, তাঁরাও একের পর এক প্রোজেক্ট করে গিয়েছেন এই এপাড় বাংলায়। তবে বর্তমানে দুই দেশের যাতায়াত কার্যত বন্ধ। এর ফলে কতটা প্রভাব পড়েছে টলিউডের ওপর? অনিশ্চয়তায় রয়েছে একাধিক ছবিও! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবিপি লাইভের সঙ্গে কথা বললেন অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)। 


নিজেও বাংলাদেশে কাজ করেছেন পাওলি। বর্তমান পরিস্থিতি কতটা ছোঁয় তাঁকে? পাওলি বলছেন, 'মানুষ খারাপ আছে শুনে কোনও সংবেদনশীল শিল্পীই ভাল থাকতে পারেন না। বাংলাদেশ হোক বা সিরিয়া মানুষ কেন খারাপ থাকবেন এই প্রশ্নটাই সবসময় থেকে যায়। আমরা দেখতে পারছি, বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। আর হ্যাঁ, দুই দেশের ব্যবসার ওপরও এই পরিস্থিতি গভীর প্রভাব ফেলছে। আমাদের ভাষা একটাই। আমরা যৌথভাবে অনেকগুলো কাজ করছিলাম। আগামীতেও করতে পারতাম। আমি নিজে একটা ছবির শ্যুটিং করছিলাম বাংলাদেশে। জুন-জুলাই মাসের যে উত্তাল সময়টা, তখন। কোনোমতে ওই সময়টা বাংলাদেশ থেকে বেরিয়ে এলাম। শ্যুটিংটা শেষ হতে পারল না। এখনও ৩-৪ দিনের শ্যুটিং বাকি। ছবিটার নাম 'নীল-জ্যোৎস্না'। প্যারাসাইকোলজি নিয়ে একটা দারুণ আকর্ষণীয় গল্প। কিন্তু এই পরিস্থিতির জন্য শ্যুটিংটা শেষ করতে পারলাম না। চলে আসতে হল। সেটা কবে হবে, পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব নাকি অন্য জায়গায় শ্যুটিং করব গোটাটাই অনিশ্চয়তার জায়গায় রয়েছে। আমার মনে হয়, যত শীঘ্র এই অবস্থান পরিবর্তন হয়, সকলের ভাল।'


আরও পড়ুন: Paoli Dam: একবার অভিনয় করা হয়ে গেলে সেই ছবি নিয়ে আর ভাবি না, দর্শকের ভাল লাগলে উপরি পাওনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।