Parambrata-Piya Marriage: 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', রেজিস্ট্রি সেরে 'খুনসুটি' করে প্রতিক্রিয়া পরমব্রতর

Parambrata Chatterjee Wedding: অভিনেতার যোধুপুর পার্কের বাড়িতে সোমবার, ২৭ নভেম্বর, রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয় পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর।

Continues below advertisement

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: টলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তকমা এবার মুছে গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee Marriage) জীবন থেকে। দাম্পত্য জীবনে পা রাখলেন অভিনেতা। মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে (Piya Chakraborty) বিয়ে করলেন তিনি। বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখিও হন অভিনেতা। 

Continues below advertisement

ঘরোয়া অনুষ্ঠানে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারলেন পরম-পিয়া

অভিনেতার যোধুপুর পার্কের বাড়িতে সোমবার, ২৭ নভেম্বর, রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয় পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। এদিন পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দু'জনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত হন বিয়েতে। তত্ত্বের মিষ্টি নিয়ে হাজির হন অভ্যাগতরা।

অনেকদিন ধরেই পরমব্রত এবং পিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল টলিপাড়ায়। যদিও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। বিয়ের সিদ্ধান্তের কথাও এতদিন গোপনই রেখেছিলেন। সোমবার পিয়ার হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এদিনের মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, মিষ্টি। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ ২৫ থেকে ৩০ জন।

বিয়ের পর পরমব্রত চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', প্রথম প্রতিক্রিয়াতেই মজা করে বলেন পরম। অভিনেতার কথায়, 'শুধুমাত্র বন্ধুদের বাড়িতে আমাদের একটু খাওয়া-দাওয়া হবে আত্মীয় স্বজনদের সঙ্গে। আমার ছোটবেলার এক বন্ধুর বাড়িতে। ব্যাস! এটুকুই। আর কিছু না।' নিজেই জানালেন যেটুকু নিয়ম পালন করতে হয় সেটুকুই আজ হয়েছে, রীতি মেনে বিয়ে নয়। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'ব্যাপারটা খুব ব্যক্তিগত রাখতে চেয়েছি প্রথম থেকেই, তাই রেখেছি। শুধু আমাদের দুজনের পরিবার উপস্থিত ছিল। বন্ধুর বাড়িতেও তাই থাকবে, গুটিকয়েক লোকজন। পরে হয়তো বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।'

 

আরও পড়ুন: 'Ram Krishnaa': নিয়তির খেলা, কর্তব্য ও ভালবাসার টানাপোড়েনে জর্জরিত রাম, কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?

বিয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করে নেন পরম। সেখানেই দেখা গেল কমলা পাঞ্জাবী, সাদা পাজামা ও জহর কোটে সেজেছিলেন অভিনেতা। পিয়ার পরনে ছিল সাদা ও লাল শাড়ি। হালকা সাজেই দেখা গেল পিয়াকে। অভিনেতার পোস্টে শুভেচ্ছার বন্যা। মিমি চক্রবর্তী, রাইমা সেন, অনিন্দিতা বসু, শ্রুতি দাস, মনামী ঘোষ প্রমুখ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'ওয়েডলক সোসাইটিতে স্বাগত'। অরিন্দম শীল, সৌরভ দাস, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ শুভেচ্ছা জানান নতুন দম্পতিকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Continues below advertisement
Sponsored Links by Taboola