কলকাতা: 'বাংলা নববর্ষ আমার কাছে ছিল গোল্ডস্পট', কথাটা বলেই হেসে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায়। নববর্ষে মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'অভিযান'।  পর্দায় তাঁরই হাত ধরে বাঙালির কিংবদন্তি ফিরবেন নিজের গল্প বলতে। দীর্ঘদিনের শ্যুটিং, জীবনের গল্প বলার গুরুদায়িত্বে কতটা সফল হলেন পরিচালক, দর্শক সেই বিচার করবেন ১৫ এপ্রিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় মুক্তি পাচ্ছে 'অভিযান'। চেনা অচেনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবন এই ছবির হাত ধরেই উঠে আসবে রুপোলি পর্দায়। সেই ছবির গল্প করতে করতেই পরমব্রতর কথায় উঠে এল ছোটবেলার নববর্ষের কথা।


নববর্ষের স্মৃতি 


এখন নববর্ষ মানে শ্যুটিং বা ছবির মুক্তি। কেমন ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের ছোটবেলার নববর্ষ? অভিনেতা বলছেন, 'বাংলা নববর্ষ আমার কাছে ছিল গোল্ডস্পট। আমি যে সময়ে বড় হয়েছি সেই সময় এটা খুব জনপ্রিয় পানীয় ছিল। অসম্ভব ভালো লাগত খেতে। বাংলা নববর্ষ এলেই মনে হত, হালখাতা করতে প্রত্য়েক দোকানে ঘুরব আর প্রত্যেক দোকানে গোল্ডস্পট খাওয়াবে।'


 


আরও পড়ুন: সন্তুর বাজানোর চেষ্টা ইউভানের, ভিডিও শেয়ার করলেন রাজ


 


বাংলাদেশের নববর্ষ


এখন যদিও অনেকটা বদলেছে ছবিটা। পরমব্রত বলছেন, 'এখন নববর্ষের সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতিগুলো বুঋতে শিখেছি। বাংলা নববর্ষ অত্যন্ত উদ্দিপনার সঙ্গে অবিভক্ত বাংলায় পালিত হয়। ঢাকা শহরে যে মঙ্গল শোভাযাত্রা হয়, তার মধ্যে এত সুন্দর একটা বাঙালিয়ানা মিশে থাকে, তা বাঙালি জাতির কাছে খুব গর্বের। আমার মনে হয় সব ধর্মের উর্ধ্বে গিয়ে আমাদের এই দিনটি পালন করা উচিত।'


'অভিযান' কথা


'অভিযান' ছবিতে  সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। এই বাছাই কী পরিচালকের নিজের? পরমব্রতর উত্তর দিলেন, 'নাহ.. এই পছন্দ সৌমিত্র জ্যেঠুর নিজেরই। ওনার ছবির আর কোনও বিষয় নিয়ে বক্তব্য ছিল না, কিন্তু তাঁর অল্প বয়সের চরিত্রটি কে করবেন, সেটা নিয়ে মতামত ছিল। আমি ওনাকে ৩-৪টে নাম বলেছিলাম। তার মধ্যে উনি বললেন, 'এই ছবিতে আমার যুবক বয়সের অভিনয় হয় তুই করবি না হয় যীশু। যদি আমার জীবনদর্শককে ধরতে হয়, তাহলে তুই (পরমব্রত) সবচেয়ে সেরা পছন্দ। আর চেহারার দিক দিয়ে সাদৃশ্য পেতে হলে যীশুকে পছন্দ করব।' যীশুর আগে থেকেই এই ছবিতে অভিনয় করার কথা ছিল, তবে তা অতিথি শিল্পী হিসেবে। হঠাৎই ওকে আমি ফোন করে বলি প্রধান চরিত্রে অভিনয়ের কথা। প্রথমটা বেশ চমকে গিয়েছিল যীশু। তারপর অবশ্য আমাদের দুজনের ডেট পেতে একটু বেগ পেতে হয়েছিল। অবশেষে ছবিটা হয়।'