কলকাতা: সদ্য এসভিএফ ও হইচই-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সেখানে ঘোষণা হয়েছে গোটা বছরে এসভিএফের তালিকায় থাকা প্রায় সব সিনেমা ও ওয়েব সিরিজের। সেই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তবে তিনি যখন রেড কার্পেটে পা রাখলেন, তাঁকে দেখে কিছুটা অবাক ই হয়েছিলেন সকলে। সেই অনুষ্ঠানের নিয়ম মেনে তিনি পাঞ্জাবি পরেছিলেন বটে, তবে তার সঙ্গে মাথায় অচেনা লাল পাগড়ি! পরমব্রতকে এই বেশে সাধারণত তো দেখা যায় না। সেই থেকেই ফিসফাস.. গুঞ্জন। তবে কি পরমব্রত সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি 'কিলবিল সোস্যাইটি' -র লুক লুকোচ্ছেন? বৃহস্পতিবার 'কিলবিল সোস্যাইটি'-র লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই উদঘাটন হল সেই রহস্যেরও। মুন্ডিতমস্তক, চোখে গোল ফ্রেমের চশমা আর তার আড়ালে থাকা চোখে এক রাশ চিন্তা... সৃজিত যেন পরমব্রতকে দিয়েই বুঝিয়ে দিলেন, তাঁর 'কিলবিল সোস্যাইটি' ফের একটা মাস্টারস্ট্রোক হতে চলেছে।

'হেমলক সোস্যাইটি'-র নস্ট্যালজিয়া ছুঁয়ে থাকবে সৃজিতের 'কিলবিল সোস্যাইটি'-কে। তবে আনন্দ কর এবার একেবারে অন্যরকম ভূমিকায়। এতগুলো বছর তার জীবনে কী ঘটে গিয়েছে, কী কী বদলে গিয়েছে, সেটাই যেন উঠে আসবে গল্পে। তবে এবার আর আনন্দ কর মানুষকে বাঁচানোর জায়গায় হয়তো থাকবে না। অন্যদিকে থাকছে পূর্ণা আইচ। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-কে। পূর্ণা কখনও নিজের জীবনকে নিয়মানুবর্তিতায় বাঁচেনি। কোনও বোঝা নিয়ে চলতে পছন্দ করে না সে। যা তার চাই, তা চাইই। তার চরিত্র সাহসী, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সারল্য রয়েছে। সেটাই ফুটে উঠবে এই ছবিতে। পূর্ণা হিসেবে প্রকাশ্যে এসেছে কৌশানীর লুক ও। চোখে চশমা, এলো চুল আর চোখের কোলে সেই একরাশ বিভ্রান্তি। পরমব্রতর মতোই। তাঁদের মধ্যে রসায়নটা ঠিক কেমন হবে তা দেখতে গেলে অপেক্ষা করতে হবে ছবিটার জন্য।
পরমব্রত ও কৌশানী ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen), বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। প্রত্যেকের চরিত্রগুলি এমনভাবেই সাজানো হয়েছে যে তাঁরা গল্পে এক একটি স্তর যোগ করবে। তবে এর আগে এক ছবিতে পরমব্রত ও কৌশানীর রসায়ন দেখা যায়নি। তাই সেটাই যে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে তা আর বলে দিতে হয় না। সঙ্গে সৃজিতের পরিচালনার মাস্টারস্ট্রোক তো রইলই।
আরও পড়ুন: Mamata Shankar: বাচ্চা মেয়েদের বড়দের মতো অঙ্গভঙ্গি করে নাচ মেনে নিতে পারি না: মমতা শঙ্কর