কলকাতা: গুঞ্জন, প্রেম.. অবশেষে আজই কি বিয়ের পিঁড়িতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)? অনেকদিন থেকেই তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)-র সঙ্গে। পরমব্রতকে ইন্ডাস্ট্রিতে বলা হত মোস্ট এলিজেবল ব্যাচেলর.. তবে সেই তকমা কি ঘুঁচতে চলেছে এবার? সকালবেলায় এই খবর প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে আর তারপর থেকেই তোলপাড়। 


পরমব্রতর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইকা। এই বিদেশিনির সঙ্গেই বিয়ের কথা ছিল পরমব্রতর। তবে করোনাকালে এই সম্পর্কে ছেদ পড়ে। সেই কথাও নিজের মুখেই স্বীকার করেছিলেন পরমব্রত। তবে পিয়ার সঙ্গে সম্পর্ককে চিরকালই ভীষণ গোপনে রেখেছিলেন পরমব্রত। এর কারণ অবশ্য অনেকগুলো। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন (Anupam Roy) স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে, অনেকেই তুলে ধরেছিলেন পরমব্রত ও পিয়ার সম্পর্ককে। তবে সেই সময়ে এই গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন পরমব্রত ও পিয়া দুজনেই। 


তবে পরমব্রত ও পিয়ার যে বন্ধুত্ব রয়েছে, তা তাঁরা অস্বীকার করেননি কখনোই। চিরকালই একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন তাঁরা। তবে এবার একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। এর আগে একাধিক রেস্তোরাঁয় পিয়া ও পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছে। পরমব্রতর সঙ্গে দেখা গিয়েছিল পিয়ার মা-কেও। আর এই সবই তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল। 


অতীতে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন পরমব্রতর। তবে তা পরিণতির দিকে এগোয়নি কখনোই। পিয়া নায়িকা নন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তিনি। এবার তিনিই কি পরমব্রতর স্ত্রী হবেন? শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির কেউই নাকি সেভাবে আমন্ত্রিত নন এই বিয়েতে, কেবল উপস্থিত থাকবেন তাঁদের কাছের বন্ধুরাই। ঘরোয়া পরিবেশেই দুজনে বিয়ে সারবেন তাঁরা।  পরমব্রত ও পিয়ার বিয়ের এই গুঞ্জন নিয়ে এবিপি লাইভ যোগাযোগ করার চেষ্টা করেছিল অভিনেতার সঙ্গে। তবে বেজে গিয়েছে তাঁর ফোন.. উত্তর মেলেনি। টলিউড থেকে শুরু করে বলিউড... পরমব্রত কাজ করেছেন দু'জায়গাতেই কাজ করেছেন পরমব্রত। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাৎ কম নয়।


আরও পড়ুন: Chiranjeet Chakraborty: ফের হরর ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় চিরঞ্জিত, কার পরিচালনায় কাজ করবেন তিনি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।