কলকাতা: সংসার বড় হচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। দু'বছর আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন। ২০২৫ সালে বাবা হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেতার স্ত্রী পিয়া চক্রবর্তী। এ বছরই সন্তান আসতে চলেছে পরম-পিয়ার ঘরে। শনিবার সকালে অনুরাগীদের সুখবর জানালেন পিয়া। সোশ্যাল মিডিয়ায় সন্তানের আগমনের কথা জানিয়েছেন তিনি। (Parambrata Chattopadhyay)


সোশ্যাল মিডিয়ায় পিয়া লেখেন, ‘ভ্য়ালেন্টাইনস পার্টিতে একটু দেরি হয়ে গেল। আমরা ব্যস্ত ছিলাম’। একসঙ্গে নিজেদের একটি ছবিও শেয়ার করেন পিয়া। শেয়ার করেন পোষ্যদের ছবিও। কী নিয়ে ব্যস্ত ছিলেন জানিয়ে লেখেন, ‘এই হলাম আমরা। আমাদের জ্যেষ্ঠ (সন্তান) নিনা। গতবছর বাঘা এসেছে। আমাদের ভালবাসার বুদবুদ আরও বড় হচ্ছে: শীঘ্রই এক মানুষের আগমন ঘটছে’। (Piya Chakraborty)


২০২৩ সালের ২৭ নভেম্বর পরমব্রত এবং পিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে একেবারে ছিমছাম অনুষ্ঠানে চারহাত এক হয় তাঁদের। দু'বছরের মাথায় সুখবর শোনালেন তারকা দম্পতি। ইতিমধ্যেই তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে টলিপাড়ার কলাকুশলীরা। তারকাদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোলাঙ্কি রায়, ঋতাভরী চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ-সহ অনেকেই।



দাম্পত্য জীবনে প্রবেশের আগে পরমব্রত এবং পিয়া বন্ধু ছিলেন বলে জানা যায়। পরম অভিনেতা, পিয়া সমাজ ও মনোকর্মী।  কী ভাবে তাঁদের মন দেওয়া নেওয়া হল, জানতে উৎসুক ছিলেন সকলেই। জানা যায়, কয়েক বছর আগে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ নিয়ে গিয়েছিলেন পরমব্রত। পিয়াও সেই সময় সুন্দরবনে ছিলেন। সেখান থেকেই পরস্পরের বন্ধু হয়ে ওঠেন তাঁরা। সেই বন্ধুত্ব পরবর্তীতে সম্পর্কের রূপ নেয় এবং সেখান থেকে বিবাহ। 


আগের সম্পর্কের দরুণ একসময় সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন পরমব্রত এবং পিয়া। কিন্তু সেসবের তোয়াক্কা না করে চুটিয়ে সংসার করছেন তাঁরা। তাঁদের জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে গান। প্রায়শই গিটার হাতে পরমব্রত এবং তাঁর পাশে পিয়াকে দেখা যায়। পরমব্রত গিটার বাজান, গান গেয়ে যান পিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সব মুহূর্ত ফ্রেমবন্দি করে রেখেছেন পরমব্রত এবং পিয়া। এবার তাঁদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।