কলকাতা: এবার পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) তৈরি করবেন অভিনেতা পরিচালকের জুটি। একটি ওয়েব সিরিজ পরিচালনা করছেন পরমব্রত, আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে। হরর আর থ্রিলারের মিশেলের এই ওয়ের সিরিজের নামভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে। 


আগামী মাসেই শুরু হবে এই সিরিজের শ্যুটিং। চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে দেখা যাওয়ার কথা গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty), অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee), সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), অনিন্দিতা বসু (Anindita Basu) ও অন্যান্যরা। হরর ঘরানার এই সিরিজে রয়েছে থ্রিলারের উপকরণও। চিরঞ্জিতের চরিত্রের নাম ভাদুড়িবাবু। শোনা যাচ্ছে, এই নামই ব্যবহার হতে পারে সিরিজের নাম হিসেবে। 


আগামী মাসে পাহাড়ে শ্যুটিং হওয়ার কথা এই ছবির। আপাতত ১টি পর্ব পরিকল্পনা করা হলেও, শোনা যাচ্ছে চার থেকে পাঁচটি গল্প আনার ইচ্ছা রয়েছে এই সিরিজে। মে মাসে পাহাড়ে শুরু হবে ভাদুড়িবাবুর শ্যুটিং। এই ছবি ছাড়াও এই মাসেই আরও একটি শ্যুটিংয়ের কাজ রয়েছে অভিনেতার। 


এর আগে পূর্ণাঙ্গ ছবি পরিচালনা করলেও পরমব্রতকে দেখা যায়নি সিরিজের পরিচালক হিসেবে। অন্যদিকে চুটিয়ে বড়পর্দায় অভিনয় করলেও চিরঞ্জিতকে দেখা যায়নি সিরিজে। আর তাই, পরিচালক অভিনেতার এই জুটির কাজ দেখতে মুখিয়ে অনুরাগীরা। তবে এখনও শুরুই হয়নি ছবির শ্যুটিং। তাই অনুরাগীদের এখনও অপেক্ষা করতে হবে বেশ অনেকটা সময়ই। 


অন্যদিকে সদ্য 'সাবাশ ফেলুদা'-র শ্যুটিং শেষ করেছেন পরমব্রত। মুক্তির অপেক্ষায় ফেলুদা হিসেবে তাঁর নতুন ওয়েব সিরিজ। সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল (Arindam Sil)। পরমব্রত ছাড়াও এই সিরিজে দেখা যাবে, ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabhrata Mukherjee), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)-কে। এই প্রথম ফেলুদার গল্পে কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এখ নারীকে।


'ফেলুদা' (Feluda) নিয়ে উচ্ছসিত পরমব্রত চট্টোপাধ্যায়। বলছেন, 'এমন একটা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত থাকা ভীষণ ভাল লাগার যে গল্পের রহস্য দর্শকদের আসন ছেড়ে উঠতে দেয় না। আমার কাছে ফেলুদার চরিত্রে অভিনয় করা যেন শার্লক হোমস (Sherlock Homes)-এর জুতোয় পা গলানোর মতো। সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর লেখা কোনও চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ সত্যিই একটা বিশাল বড় প্রাপ্তি। দর্শকেরা একেবারে গল্পের শেষ পর্যন্ত অনুমান করতে থাকবেন দোষী কে। সেটাই এই সিরিজের অন্যতম আকর্ষণ। যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে।'