কলকাতা: শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-এর সঙ্গে অভিনয় করেছিলেন আগেই, তখনই মনে হয়েছিল, অভিনেত্রী নিজেকে ভাঙতে চাইছেন। অভিনেতার মধ্যে তখনই জেগে উঠেছিল পরিচালকসত্তা? তখনই কি পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনেত্রীকে ভেবে ফেলেছিলেন তাঁর পরিচালিত ছবির প্রধান মুখ হিসেবে? হয়তো তাই!
'হাবজি গাবজি'-তে (Habji Gabji) শুভশ্রীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত, আর নতুন ছবি 'বৌদি ক্যান্টিন'-এ পরমব্রত কেবল শুভশ্রীর নায়ক নন, পরিচালকও। শুভশ্রীকে পরিচালনা করার অভিজ্ঞতা কেমন হল পরমব্রতর? পরিচালক অভিনেতা বলছেন, ' আমি অভিনেত্রী শুভশ্রীর ভক্ত। গুণগ্রাহীও বটে। ও খুব স্বতঃস্ফুর্ত অভিনয় করে। ওর মধ্যে ভালো কাজ করার একটা খিদে আছে। ও নিজেকে ভাঙতে চায় চরিত্রের জন্য। আর শুভশ্রী খুব পরিচালকবান্ধব অভিনেত্রী। পরিচালক কী চান সেটা বুঝে ও কাজ করার চেষ্টা করে।'
আরও পড়ুন: Parambrata Chatterjee Exclusive: 'অভিনেতা চেয়ে পরিচালক পরমব্রত নতুন, তাই ভাল কাজ করার খিদে বেশি'
শুভশ্রী জানিয়েছিলেন, গল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে খাওয়া দাওয়া। শুভশ্রী নাকি শ্যুটিং ফ্লোরেই রান্না শিখছেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে কী নায়িকাকে রান্নার দিকেও পরিচালনা করতে হচ্ছে? হাসতে হাসতে পরমব্রত বললেন, 'শুভশ্রী রান্না জানে। তবে দীর্ঘদিনের অনভ্যাসে সেই জানাটায় একটা মরচে পড়েছিল বলা যায়। বৌদি ক্যান্টিন ওকে আবার ওর সেই পুরনো অভ্যাস ফিরিয়ে দিল।'
শুভশ্রীকে অভিনেত্রী হিসেবে কত নম্বর দেবেন পরিচালক পরমব্রত? একটু ভেবে অভিনেতার উত্তর, '১০-এ ৯ দেব।' এক নম্বর কাটা গেল কিসে? পরমব্রতর স্পষ্ট উত্তর, 'আমি কিন্তু খুব খুঁতখুতেঁ। ১০-এ পাঁচ ছয়ের বেশি নম্বর দিই না সহজে। সেই জায়গায় ৯ নম্বর বেশ বড় অঙ্ক আমার জন্য। আর আমার মনে হয় কেউ দশে দশ হতে পারে না। তাহলে আর তার নিজের জন্য খাটার, নিজেকে আরও ভালো করার তাগিদই থাকবে না। সেই তাগিদটা সবসময় থাকা উচিত বলে আমার মনে হয়।'