OnePlus Nord Watch: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ (OnePlus Nord Watch)। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হতে চলেছে। এটিই ওয়ানপ্লাসের নর্ড ব্র্যান্ডের প্রথম স্মার্টওয়াচ যা ভারতে লঞ্চ হতে চলেছে। এখনও এই স্মার্টওয়াচের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি। তবে একটি টিজার পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড স্মার্টওয়াচে থাকতে চলেছে একটি আয়তাকার ডায়াল। তার ডানদিকের সাইডে একটি রোটেটিং ক্রাউন লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও রয়েছে কালো স্ট্র্যাপ এবং ধূসর রঙের মেটালিক কেসিং।


ওয়ানপ্লাস নর্ড ওয়াচের ভারতে দাম কত হতে পারে


অগস্ট মাসে এই স্মার্টওয়াচের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছিল। সেখানে বলা হয়েছিল এই স্মার্টওয়াচের দাম হতে পারে ৫০০০ টাকার আশপাশে। সাদা এবং কালো রঙে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ লঞ্চ হতে পারে। নির্দিষ্ট দাম এখনও প্রকাশ্যে আসেনি। কবে এই ডিভাইস ভারতে লঞ্চ হবে সেই ব্যাপারেও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।


ওয়ানপ্লাস নর্ড ওয়াচের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • শোনা যাচ্ছে, আয়তাকার ডায়ালের পাশাপাশি গোলাকার ডায়ালও থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। ডায়ালের ডানদিকে দুটো বাটনও যুক্ত হতে পারে।

  • কালো এবং সাদার সঙ্গে সোনালি রঙেও লঞ্চ হতে পারে এই ওয়ানপ্লাস নর্ড ওয়াচ। এখানে থাকতে পারে একটি SpO2 সেনসর। এছাড়াও রয়েছে হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, ওয়ার্ক আউট ট্র্যাকিং, একসারসাইজ মনিটরিং ফিচারের সাপোর্ট। ইউজারের প্রতিদিনের অ্যাক্টিভিটিও ট্র্যাক করা যেতে পারে এই স্মার্টওয়াচের সাহায্যে।

  • এই স্মার্টওয়াচে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি থাকতে পারে। অন্যান্য ওয়ানপ্লাস স্মার্টওয়াচ এবং ব্যান্ডেও রয়েছে এই ফিচার।

  • শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস সংস্থা একটি নতুন হেলথ অ্যাপ ওয়ানপ্লাস এন হেলথ লঞ্চ করতে পারে। এই অ্যাপ যুক্ত থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে। অনেকে বলছেন ৫০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে এই স্মার্টওয়াচ লঞ্চ হতে পারে।


ওয়ানপ্লাস ওয়াচ


চলতি বছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাসে ওয়ানপ্লাস ওয়াচ লঞ্চ হয়েছিল ভারতে। এই স্মার্টওয়াচের দাম ছিল ১৬,৯৯৯ টাকা। তবে ওয়ানপ্লাসের নর্ড ব্র্যান্ডের প্রথম স্মার্টওয়াচের দাম এত বেশি হবে না। অনেকটাই কম হবে বলে শোনা গিয়েছে। কিন্তু ফিচারের দিক থেকে যথেষ্টই আধুনিক ও উন্নত হবে এই ডিভাইস।


আরও পড়ুন- জিমেলের সঙ্গে পাল্লা দিতে চলেছে জুম, আসছে বিশেষ পরিষেবা