মুম্বই: টিকা নিয়েও লাভ হল না ৷ কোভিড পজিটিভ বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল ৷ ট্যুইট করে শুক্রবার রাতে এই খবর জানিয়েছেন অভিনেতা ৷ মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রথম দফার ভ্যাকসিন নিয়েছিলেন ৷ তার কিছুদিন যেতে না যেতেই করোনায় আক্রান্ত হলেন পরেশ রাওয়াল ৷ 


গত ৯ মার্চ নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন পরেশ রাওয়াল ৷ ভিক্টরি চিহ্ন দেখিয়ে লিখেছিলেন, ‘‘ভি ফর ভ্যাকসিন’’ ৷ দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কোভিড যোদ্ধাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টেই। কিন্তু এর মাত্র দু’সপ্তাহ যেতে না যেতেই কোভিডে আক্রান্ত অভিনেতা ৷



শুক্রবার পরেশ রাওয়াল ট্যুইট করে জানান, ‘‘দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি, করোনা পরীক্ষা করিয়ে নিন।’’



দেশে করোনা আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে শুরু করেছে ৷ মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ ৷ আমির খান, মিলিন্দ সোমনদের মতো আরও অনেক তারকারাই কোভিডে আক্রান্ত ৷ করোনা পজিটিভ সচিন তেন্ডুলকরও ৷ এবার কোভিডে আক্রান্ত হলেন পরেশ রাওয়াল ৷


এদিকে করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকরও। শনিবার মাস্টার ব্লাস্টার নিজেই জানিয়েছেন সেই কথা। সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ। সচিন এদিন জানান, যে তাঁর শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।