কলকাতা: বিয়ের পরে নাকি ওজন বাড়ে... এমন ধারণা বিশেষ করে বাঙালিদের মধ্য়ে রয়েছে। তবে নায়িকাদের ওপরও কি সেই ধারণা বর্তায়? নাহলে.. বিয়ের পরে ১৫ কিলো ওজন কেন বাড়ল পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-র? সেই খবর সোশ্যাল মিডিয়ায় আবার নিজেই দিলেন নায়িকা। আপাতত জিমে গিয়ে পুরনো চেহারায় ফেরার জন্যই ঘাম ঝরাচ্ছেন তিনি।


আজ সোশ্যাল মিডিয়ায় পরিণীতি নিজের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে.. জিমে কসরত করছেন তিনি। সেই সঙ্গে একটি লম্বা ক্যাপশান রয়েছে। পরিণীতি লিখেছেন, 'শেষ ৬ মাস কাটিয়েছি রহমান স্যারের স্টুডিওতে গান গেয়ে আর বাড়ি ফিরে যতটা সম্ভব জাঙ্ক ফুড খেয়ে। এই রুটিন মেনে চলতাম যাতে আমি 'চমকিলা'-র জন্য অন্যান্য অন্তত ১৫ কিলো ওজন বাড়াতে পারি। গান এবং খাওয়া.. এই ছিল আমার রুটিন। এবার ওই ছবির শ্যুটিং শেষ। এবার গল্পটা সম্পূর্ণ উল্টে গিয়েছে। আমি একদিকে যেমন স্টুডিওকে মিস করছি.. তেমনই মনে পড়ছে জিমে আমার ওয়ার্কআউট, আমার পুরনো চেহারাটাকে। আবার এবার অমরজ্যোতজি-এর মতো নয়... নিজের মতো দেখতে চাই। সেই পুরনো আমি। জানি বিষয়টা বেশ কঠিন। কিন্তু ইমতেয়াজ স্যার আর এই চরিত্রটার জন্য সবকিছু করতে পারি আমি। আরও অনেক ইঞ্চি কমাতে হবে আমায়।' সেইসঙ্গে পরিণীতি জানান.. নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। 


পাঞ্জাবি গায়ক অমর সিংহ চমকিলার স্ত্রী অমরজোত চামকিলার চরিত্রে দেখা যাবে তাঁকে। একটি একটি জীবনীচিত্র।


 






২৪ সেপ্টেম্বর ৭ পাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি। পরিণীতি চোপড়া (Parineeti Chopra) অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকাও, একথা অজানা নয় কারোও। নেহাত সখের নয়, পরিণীতি বড়পর্দাতেও প্লেব্যাক করেছেন। তাঁর গলায় 'কেশরী' (Keshri) ছবির 'তেরি মিট্টি' (Teri Mitti) হোক বা 'মেরি পেয়ারি বিন্দু' (Meri Peyaari Bindu) ছবির 'মানা কি হাম ইয়ার নেহি'... দর্শক মজেছেন সুরের যাদুতে। এহেন পরিণীতি যখন মনের মানুষকে নিজের করে পেলেন,  তখন তাঁর জন্য কোনও সুর বাঁধবেন না তাও কি হয়?


বিশেষ করে স্বামী রাঘব চড্ডার (Raghav Chaddha)-র জন্য একটি গান বেঁধেছিলেন পরিণীতি। ২৪ তারিখ, রাঘব পরিণীতির বিয়ের দিন উদয়পুরের লীলা প্যালেসে বাজানো হয়েছিল সেই গান। এই গোটা বিষয়টাই একটা চমক ছিল রাঘবের জন্য। তাঁকে বিশেষ অনুভূতি দিতেই পরিণীতি এই গানটি বেঁধেছিলেন। 'ও পিয়া' গানে ছিল প্রেমের কথা, ছিল প্রিয় মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার বার্তা। গানটি ইতিমধ্যেই রয়েছে ইউটিউবে। সেই গানের কভার হিসেবে ব্যবহার করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের ছবি।