কলকাতা: পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার প্রেমকাহিনি নিয়ে চর্চা চলছেন। এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। শোনাযাচ্ছে, আপ সাংসদ রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া এপ্রিলের প্রথম সপ্তাহে দিল্লিতে বাগদান করতে চলেছেন। হ্য়াঁ। বলিউডসূত্রে খবর এমনটাই। 


প্রসঙ্গত, তাঁদের প্রেমের এই জল্পনা  উস্কে দেয় আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের ট্যুইট। সম্প্রতি সঞ্জীব অরোরা রাঘব ও পরিণীতির (Parineeti Chopra) ছবি একসঙ্গে ট্যুইট করে লেখেন, 'রাঘব ও পরিণীতিকে (Parineeti Chopra) অনেক শুভেচ্ছা। ওদের মিলন যেন প্রেমের প্রাচুর্য্যে, আনন্দে ও একে অপরের সঙ্গতে ভরে ওঠে। আমার শুভেচ্ছা।' এই ট্যুইটটি কয়েক গুণ জল্পনা বাড়িয়ে দিয়েছিল তাঁদের সম্পর্কের। শোনা যাচ্ছে, স্বরা ভাস্বরের পরে খুব তাড়াতাড়িই সাত পাকে বাঁধা পড়বেন আরও এক রাজনীতি ও বিনোদন দুনিয়ার মানুষ।


আরও পড়ুন...


Dev on Projapoti: ১০১ দিনেও হাউজফুল 'প্রজাপতি', প্রেক্ষাগৃহে হাজির হয়ে কেক কাটলেন দেব


অন্য়দিকে, শোনা যাচ্ছে দুই পরিবারই নাকি তাঁদের সম্পর্কের ব্যাপারে জানেন। দুই পরিবারের উদ্যোগেই তাঁদের বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে খবর। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'পরিণীতি (Parineeti Chopra) ও রাঘব একসঙ্গে ডিনারে যান দুই পরিবার তাঁদের বিয়ের কথা বলতে শুরু করার পর। তাঁরা একে অপরকে আগে থেকেই চিনতেন, পছন্দ করতেন এবং তাঁদের কমন ইন্টারেস্টও আছে প্রচুর, ফলে সবকিছুই ভালভাবে মিলে যায়। অনেকদিন ধরেই দুই পরিবারও একে অপরকে চেনে।'


সূত্র মারফত আরও খবর, ওঁদের দুজনের একসঙ্গে হওয়ায় পরিবারের সকলেই খুশি। কিন্তু দুজনেই নিজেদের কাজে এতই ব্যস্ত যে তারিখ ঠিক করতে বেশ বেগ পেতে হচ্ছে। আপাতত খবর, দুই পরিবারের উপস্থিতিতে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। 


কিছুদিন আগে, সম্প্রতি মুম্বইতে পাপারাৎজিদের মুখোমুখি হয়েছিলেন পরিণীতি (Parineeti Chopra)। প্রথম প্রশ্নই আসে রাঘবকে নিয়ে। সমস্ত প্রশ্নের উত্তরে স্মিত হাসি খেলে যায় পরিণীতি মুখে। তাতে যে ঠিক কী ছিল.. সম্মতি, লজ্জা নাকি দুইই তা কেবল জানেন পরিণীতিই। তবে এই মৌনতাকেই সম্মতি বলে ধরে নিয়েছেন অনুরাগীরা। শেষে গাড়িতে ওঠার আগে পরিণীতি বলেন.. 'হুমম... থ্যাঙ্ক ইউ... বাই..'। এই শব্দগুলি বলার মধ্যে তাঁর হাসিতে যেন খেলে গেল দুষ্টুমি। তবে.. তাঁর ছবির কথা ধরেই বলতে হয়.. 'হাসি তো ফাঁসি'।