মুম্বই: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া আপাতত কার্গিলে রয়েছেন, ব্যস্ত শ্যুটিংয়ে। ছবির নাম যদিও এখনও ঠিক হয়নি। পরিণীতি চোপড়া এই প্রথম কোনও ছবির শ্যুটিং সারছেন লাদাখের বরফাবৃত পার্বত্য এলাকায়। সাম্প্রতিককালে তাঁর সোশ্যাল মিডিয়ার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তিনি বেশ উপভোগ করছেন সেই জায়গা।
কেমন তাঁর অভিজ্ঞতা? পরিণীতি বলেন, 'আমি কার্গিলে শ্যুটিং করতে পেরে সম্মানিত ও অভিভূত। আমার বাবা ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন, আমি ছোট থেকেই এই জায়গার গল্প শুনে বড় হয়েছি। ফলে আমি চিরকাল এখানে আসতে চাইতাম। অবশেষে অভিনয়ের জন্য এখানে আসতে পারা আমার কাছে আশীর্বাদের স্বরূপ।'
তবে হিমাঙ্কের নীচে যেখানে তাপমাত্রা সেখানে শ্য়ুটিং যে শুধুই আনন্দের নয়, তা বলাই বাহুল্য। রয়েছে একাধিক সমস্যা। অভিনেত্রীর কথায়, 'এখানে আবহাওয়া অসম্ভব। আমরা -১৮ থেকে -১২ ডিগ্রি তাপমাত্রায় শ্যুটিং করেছি এবং বোতলের জল জমে গিয়েছিল এবং সেটে যে ছেলেদের দাড়ি ছিল তাদের দাড়িতেও জমে গিয়েছিল।'
'এখানে ঠান্ডার পরিমাণ একেবারে অন্য লেভেলের। আমি এমন তাপমাত্রা এর আগে কখনও পাইনি গোটা জীবনে। তা সত্ত্বেও এখানে আমি খুব উপভোগ করছি। এখানকার লোকেশনগুলোও অসম্ভব সুন্দর,' বলছেন অভিনেত্রী।
আরও পড়ুন: Darsheel Safary Updates: 'তারে জমিন পর'-র ছোট্ট ইশানকে মনে আছে? কেমন দেখতে হয়েছে এখন তাঁকে?