মুম্বই: দীর্ঘদিনের জল্পনার শেষে অবশেষে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের খবরে সিলমোহর পড়েছে। বাগদানের পর প্রিয়ঙ্কাকে হয়ত তাঁর আংটি লুকিয়েছিলেন। কিন্তু মুম্বইতে রোকার সঙ্গে সঙ্গে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা ও মার্কিন গায়ক নিক তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। বাগদানের পর এবার অনুরাগীরা প্রিয়ঙ্কা ও নিকের বিয়ের অপেক্ষায় রয়েছেন।
যদিও বিয়ে নিয়ে নিক বা প্রিয়ঙ্কার তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। এরইমধ্যে প্রিয়ঙ্কার তুতো বোন পরিণীতির একটা ট্যুইট নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।
আসলে ট্যুইটারে একজন পরিণীতিকে প্রশ্ন করেন, প্রিয়ঙ্কার বিয়েতে তিনি কি নিক জোনাসের জুতো লুকোবেন। এর জবাবে পরিণীতি বলেছেন, অবশ্যই, এখন থেকেই ওর সঙ্গে দরকষাকষি শুরু করেছি। আর প্রিয়ঙ্কা এর সাক্ষী।



আসলে বিয়ের সময়  কনের বোনেদের বরের জুতো লুকোনো এবং তার বদলে অর্থের দাবি-অনেক সময়ই ভারতীয় বিয়ের অনুষ্ঠানের একটি অঙ্গ। এটি খুবই মজাদার প্রথা। এই প্রথা নিয়েই পরিণীতি গ্রাহকের প্রশ্নের জবাব দিয়েছেন।
সম্প্রতি প্রিয়ঙ্কা ও নিকের রোকা মুম্বইতে হয়েছে। নিক এই উপলক্ষ্যে তাঁ বাবা-মায়ের সঙ্গে ভারতে এসেছিলেন। রোকার পর প্রিয়ঙ্কা তাঁর বলিউডের বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। ওই পার্টিতে আলিয়া ভট্ট, সলমন খানের বোন অর্পিতা খান শর্মা ও আয়ূষ শর্মা ও বিশিষ্ট পরিচালক সঞ্জয়লীলা বনশালী যোগ দিয়েছিলেন।