প্রতি বছর ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day) পালন করা হয়। রক্তদান মহৎদান -  এই আপ্তবাক্যের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। আর এই বাক্যকে সত্যি করতেই পালন করা হয় রক্তদান উৎসব। পাড়ায়, ক্লাবে, বিভিন্ন সংগঠনের আয়োজনে রক্তদান উৎসব হয়ে থাকে সারা বিশ্বে। বিশ্ব রক্তদাতা দিবস তাঁদের অক্লান্ত প্রাণপাত করা পরিশ্রমকে শ্রদ্ধা জানায়। তবে রক্তদান দিবসের শুরুয়াৎ হয়েছিল একবিংশ শতাব্দীতেই। দিনটির পিছনে জড়িত রয়েছে এক বিজ্ঞানীর নামও। তাঁর যুগান্তকারী আবিষ্কারের জন্যই তাঁর জন্মদিনকে বেছে নেওয়া হয়েছে বিশ্ব রক্তদাতা দিবসের তারিখ হিসেবে। তাঁর জন্মবার্ষিকী ১৪ জুন পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস।


বিশ্ব রক্তদাতা দিবসের ইতিহাস (World Blood Donor Day History)


বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মবার্ষিকীতে। এই বিখ্যাত গবেষক আধুনিক ব্লাড ট্রানফিউশনের জন্মদাতা। তাঁকে বলা হয়  'ফাদার অব মডার্ন ব্লাড ট্রানসফিউশন'। প্রসঙ্গত কার্ল ল্যান্ডস্টেইনার একজন অস্ট্রিয়ান বায়োলজিস্ট অর্থাৎ প্রাণীবিদ। একই সঙ্গে তিনি চিকিৎসকও ছিলেন। ১৮৬৮ সালে জন্মের পর ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এর পর ঢুকে পড়া ডাক্তারির পেশায়। সেখানে থাকতে থাকতেই আধুনিক ব্লাড ট্রান্সফিউশন বা রক্তদান পদ্ধতির জন্ম দেন তিনি। 


বিশ্ব রক্তদাতা দিবসের শুরুয়াৎ কীভাবে (World Blood Donor Day 2024)


২০০৪ সাল থেকে এই দিনটির আনুষ্ঠানিক শুরুয়াৎ হয়। বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্থা ছিল এই উদ্যোগের পিছনে। মূলত চারটি সংগঠনের উদ্যোগেই শুরু হয় বিশ্ব রক্তদাতা দিবস পালন। এর মধ্যে ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ব্লাড ডোনার অরগ্যানাইজেশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন। ২০০৫ সালে এই চার সংস্থার উদ্যোগে প্রথম একটি গ্লোবাল ইভেন্টের আয়োজন করা হয়। ৫৮তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় এই বিশেষ ইভেন্টটি হয়েছিল।


রক্তের গ্রুপ আবিষ্কার (World Blood Donor Day Importance)


রক্তদানের জন্য রক্তের গ্রুপ খুব জরুরি। তা না হলে মানুষের মৃত্যু হতে পারে। আর এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল। ১৯০১ সালে এবিও রক্তের গ্রুপের বিভিন্ন ভাগ আবিষ্কার করেন তিনি।


আরও পড়ুন - Health Tips: আম কাটার আগে জলে ভিজিয়ে রাখা জরুরি ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।