নয়াদিল্লি: বক্স অফিসে 'পাঠান' (Pathaan) ঝড়। একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি। এখনও পর্যন্ত কত ব্যবসা করেছে এই ছবি, তাঁর অঙ্ক দেখে চোখ কপালে উঠছে সকলেরই। এবার ট্রেড অ্যানালিস্টদের (Trade Analyst) অনুমান, পাঁচ দিন দীর্ঘ উইকেন্ড শেষে এই ছবির হিন্দি সংস্করণ প্রায় ৬০ থেকে ৬২ কোটি টাকার ব্যবসা (Box Office Collection) করতে পারে। অন্তত এমনটাই পোস্ট করে জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
কী বলছে ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক পরিসংখ্যান?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি পোস্ট করে অনুমান দেন, পঞ্চম দিনের শেষে 'পাঠান'-এর হিন্দি সংস্করণ মোট ৬০ থেকে ৬২ কোটির আয় পেরিয়ে যেতে পারে। অর্থাৎ বিশ্বজুড়ে সেই অঙ্ক পেরিয়ে যাবে ৫০০ কোটির গণ্ডি।
প্রসঙ্গত, 'পাঠান' ছবির অভাবনীয় সাফল্যের পর ভক্তদের ধন্যবাদ জানাতে আজও হঠাৎ 'মন্নত'-এর ব্যালকনিতে হাজির হন শাহরুখ খান। আর তাঁকে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। কালো ফেন্সিংয়ে উঠে অনুরাগীদের দিকে হাত নাড়েন শাহরুখ। কালো শার্ট প্যান্ট পরেছিলেন তিনি। অনুরাগীদের থেকে তাকিয়ে হাত নাড়েন, অনুরাগীরাও ফেটে পড়েন আনন্দে। পর্দা নয়, একেবারে অনুরাগীদের মধ্যেই প্রিয় তারকা।
অন্যদিকে ফের 'পাঠান' প্রসঙ্গে পোস্ট করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি লেখেন, 'ভীষণ ভালভাবে বর্ণনা করা হয়েছে। এই দেশ খানেদের ভালবাসে এবং শুধুমাত্র খানেদেরই ভালবাসে। শুধু তাই নয়, মুসলিম অভিনেত্রীদের নিয়েও এই দেশ পাগল। আর তাই ভারতকে ফ্যাসিস্ট দেশ বললে খুব ভুল হবে। গোটা পৃথিবীতে ভারতের মতো আর কোনও দেশ নেই।'
আরও পড়ুন: Rakhi Sawant: কান্নায় ভেঙে পড়লেও নিজের হাতে মায়ের কবর বয়ে নিয়ে গেলেন রাখী
গোটা দেশের সঙ্গে শাহরুখ-প্রেমে মোহিত টলিউড অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও। এদিন 'পাঠান' দেখে তিনি পোস্ট করেন, 'তোমার যে কোনও ছবি হলে গিয়ে দেখতে যাওয়ার আগে আমি দারুণ সাজি। গাঢ় করে লিপস্টিক লাগাই- কাজল পরি। নিন্দুকেরা হাসে!' কিন্তু তাতে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী। কারণ তাঁর কথায়, 'আমি কোনও উত্তর করিনা। মৃদু হাসি। ওরা কী বুঝবে তোমার আমার রসায়ন! ওরা কি জানে দুষ্টু লোকের পিছনে দৌড়তে দৌড়তে, আঁখির কোন দিয়ে তুমি একবার আমার দিকে তাকাবে। তাকাবেই।' লেখেন দীর্ঘ খোলা চিঠি।