নয়াদিল্লি: বক্স অফিসে (Box Office) এখন কেবল 'পাঠান' (Pathaan) রাজত্ব। শুধু দেশেই নয়, সেই ঢেউ বিশ্বজুড়ে। শাহরুখ খানের (Shah Rukh Khan) চার বছর পর 'কামব্যাক' (comeback) ছবি ঝড় তুলেছে বিনোদন দুনিয়ায়। অবশ্য জন আব্রাহামের (John Abraham) কথায়, 'শাহরুখের কামব্যাক নয়, উনি ছোট্ট বিরতি নিয়েছিলেন'। এমন অভাবনীয় সাফল্যের পর আজ, সোমবার প্রথমবার মিডিয়ার মুখোমুখি হল টিম 'পাঠান'। প্রসঙ্গত, এই ছবিতে একেবারে আদ্যোপান্ত অ্যাকশন হিরো রূপে বাদশাহকে দেখেছেন দর্শক। 'অ্যাকশন হিরো' হওয়া নিয়ে কী বললেন 'রোম্যান্স'-এর বাদশা?


'অ্যাকশন হিরো' হওয়ার ইচ্ছা নিয়ে কী বললেন কিং খান?


মুম্বইয়ে এদিনের অনুষ্ঠানে এসে শাহরুখ খান বলেন, 'যখন আমরা 'ডর' ছবির শ্যুটিং করছিলাম, আদি (আদিত্য চোপড়া) আমাকে একটা গল্প শুনিয়েছিল যেখানে আমি অ্যাকশন হিরো ছিলাম। আমি সত্যিই অ্যাকশন হিরো হতে চেয়েছিলাম। এমন একজন যে অন্তর্বাস পরে, ফোলা পেশি থাকবে, এক হাতে নায়িকা ও অন্য হাতে বন্দুক থাকবে। কিন্তু যখন 'ডর'-এর পর এসে ও আমাকে ছবির গল্প শোনাল, তখন বলল, 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম...', আমার তখন মনে হচ্ছে, 'আরে অ্যাকশন কোথায়?' আমি ভেবেছিলাম ও আমাকে কিছু তলোয়ার, হাতুড়ি, পাথর মার্কা কিছু বলবে। চার বছর আগে ও আবার আমাকে একটা অ্যাকশন ছবির গল্প শোনায় কিন্তু সেটা বানায়নি। কিন্তু ও যখন এসে আমাকে পাঠানের শুরুর দৃশ্যটা শোনায়, আমি পূজাকে (ম্যানেজার) বলি 'ও বাজে কথা বলছে'! ও অ্যাকশন ছবি বানাবেই না। আমি আদিকে ধন্যবাদ জানাতে চাই যে ওর কথা রেখেছে। ডিডিএলজে আর পাঠান একসঙ্গে একটা প্রেক্ষাগৃহে চলছে! খুব খুশি হয়েছি সেটা দেখে। আমি আশা করব আদি আমাকে এখন আরও বেশি অ্যাকশন ফিল্মে সুযোগ দেবে।'


আরও পড়ুন: Pathaan Film: 'ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়েই রেখেছেন', অনুরাগীদের ভালবাসায় আপ্লুত কিং খান


মুম্বইয়ে এদিনের অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন ও সিদ্ধার্থ আনন্দও (Siddharth Anand) উপস্থিত ছিলেন আলাপচারিতায়। প্রত্যেকেই কথা বলার সময় দর্শক মহল ফেটে পড়ে হাততালি, স্লোগানে (slogan)। জন আব্রাহামকে 'পাঠানের মেরুদণ্ড' (backbone) বলেন শাহরুখ। নিজেকে অনুপ্রাণিত রাখার জন্য 'চাঁদ তারে' গান শোনেন কিং খান, জানালেন সেই কথাও। মঞ্চে জনে প্রশংসায় পঞ্চমুখ কিং খান, আপ্লুত হয়ে বাদশাহকে জড়িয়ে ধরলেন 'জিম'। প্রসঙ্গত, গত বুধবার অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। সব মিলিয়ে দেশে এই ছবির হিন্দি সংস্করণ এখনও পর্যন্ত মোট ২৭১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে বিশ্বজুড়েও 'পাঠান' ঝড় অব্যাহত। ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ৫৪২ কোটি আয় করল এই ছবি।