কলকাতা: ৫২ বছরের খরা কাটাল শাহরুখ ম্যাজিক। ৫২ বছর পরে, বাংলাদেশে মুক্তি পেল ভারতীয় হিন্দি ছবি। এই ছবি মুক্তি নিয়ে জটিলতা ছিল এর আগেই। তবে তা কাটিয়ে, বাংলাদেশ এখন দুলছে 'ঝুমে জো পাঠান' -এর তালে। দেদার বিকোচ্ছে টিকিট। 


ভারতে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত পাঠান (Pathaan) মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৫ জানুয়ারি। সেই সময়ে বহু বাংলাদেশি দর্শকও ভারতে এসেছিলেন 'পাঠান' দেখতে। দীর্ঘদিন পরে মুক্তি পাওয়া শাহরুখের এই ছবি নিয়ে উচ্ছ্বাস ছিল গোটা দেশেই। আশানুরুপ ব্যবসাও করেছিল পাঠান। বছরের প্রথম ব্লকবাস্টার হিট দিয়ে বলিউডে ফ্লপের খরা কাটিয়েছিল 'পাঠান'। তবে সেসময়ে বাংলাদেশে মুক্তি পায়নি এই ছবি। আটকে ছিল কিছু জটিলতায়। 


অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে বাংলাদেশে মুক্তি পেয়েছে 'পাঠান'। ২০০টারও বেশি শো চলছে বাংলাদেশে। টিকিটের অগ্রিম বুকিংয়েও ভাল সাড়া পাওয়া গিয়েছিল। আর ১২ মে এই ছবি পড়শি দেশে মুক্তি পাওয়ার পরে ভরছে একের পর এক হল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে 'ঝুমে জো পাঠান'-এর তালে নাচ।


একথা অজানা নয়, একসময় পাঠান ও বিতর্ক কার্যত মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছিল। মুক্তির আগে একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে এই ছবি। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র গেরুয়া পোশাক নিয়ে বিতর্ক থেকে শুরু করে একাধিক দৃশ্য নিয়ে আপত্তি উঠেছিল। ছবি মুক্তির আগে সেই সমস্ত দৃশ্যেই কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। সেই দৃশ্যগুলি বাদ দেওয়ার পরেই সিনেমাহলে মুক্তির ছাড়পত্র পেয়েছিল 'পাঠান'। ইতিমধ্যেই অবশ্য ভারতে স্ট্রিম হওয়া ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘পাঠান’। তবে ওটিটিতে 'পাঠান'-এর যে ভার্সনটি মুক্তি পেয়েছে,  তাতে রয়েছে বাদ যাওয়া সমস্ত দৃশ্য। 


ছবির প্রথমে দেখা গিয়েছিল রাশিয়ানদের কবলে বন্দি নায়ক শাহরুখ খান (Shah Rukh Khan)। অত্যাচারে তাঁর সারা শরীর দিয়ে রক্ত ঝরছে কিন্তু মুখ খুলতে নারাজ। বরং তাঁর ঠোঁটে লেগে রয়েছে অদ্ভুত এক অহংবোধের হাসি। রাশিয়ানদের অত্যাচারের বেশ কিছু দৃশ্য বাদ পড়েছিল ছবি থেকে। সেগুলি যোগ করা হয়েছে ওটিটি ভার্সনটিতে। তবে বাদই রয়েছে 'বেশরম রং' গানে দীপিকার  স্ট্রবেরি খাওয়ার শটটি।


জেসিআরও অফিসে শাহরুখের প্রবেশের একটি রোমহর্ষক দৃশ্য দেখা যাবে এই ভার্সনে। এছাড়াও থাকছে ধরা পরার পরে দীপিকাকে জেরা করার একটি দৃশ্য। সেই জেরাটি করেছিলেন ডিম্পল কপাডিয়া। এছাড়া থাকছে জেলে শাহরুখের সঙ্গে ডিম্পলের দেখা করতে যাওয়ার একটি দৃশ্যও। সব মিলিয়ে একবার 'পাঠান' দেখা হয়ে গেলেও, 'আনকাট ভার্সন'-টির জন্য ওটিটিতে আরও একবার দেখে নেওয়াই যায় শাহরুখের ব্লকবাস্টার হিট এই ছবিটি। 


আরও পড়ুন: Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?   


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি