কলকাতা: আজ থেকে হাতের মুঠোয় 'পাঠান' (Pathaan)। আজ, মধ্যরাত থেকে অ্যামাজন প্রাইম (Amazon Prime) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবি ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন বটে, তবে এই ছবির ওটিটি মুক্তির দিকে আলাদা আকর্ষণ রয়েছে দর্শকদের। সাধারণত, 'পাঠান'-এর মতো ছবি, যেখানে গ্রাফিক্সের কাজের গুরুত্ব বেশি, সেগুলি বড়পর্দাতেই দেখতে বেশি ভাল লাগে। মোবাইল বা ল্যাপটপের পর্দায় সেই থিয়েট্রিকাল অনুভূতি নষ্ট হয় বলেই মনে করেন অনেকে। তবে 'পাঠান'-এর ওটিটি মুক্তিতে দর্শক পাবেন বিশেষ কিছু।
একথা অজানা নয়, একসময় পাঠান ও বিতর্ক কার্যত মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছিল। মুক্তির আগে একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে এই ছবি। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র গেরুয়া পোশাক নিয়ে বিতর্ক থেকে শুরু করে একাধিক দৃশ্য নিয়ে আপত্তি উঠেছিল। ছবি মুক্তির আগে সেই সমস্ত দৃশ্যেই কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। সেই দৃশ্যগুলি বাদ দেওয়ার পরেই সিনেমাহলে মুক্তির ছাড়পত্র পেয়েছিল 'পাঠান'। তবে ওটিটিতে 'পাঠান'-এর যে ভার্সনটি মুক্তি পেয়েছে, তাতে রয়েছে বাদ যাওয়া সমস্ত দৃশ্য।
আরও পড়ুন: Kangana Ranaut: শিক্ষিকার বলা সেই কথাই সত্যি হল... স্মৃতি হাতড়াতে গিয়ে উপলব্ধি কঙ্গনার
ছবির প্রথমে দেখা গিয়েছিল রাশিয়ানদের কবলে বন্দি নায়ক শাহরুখ খান (Shah Rukh Khan)। অত্যাচারে তাঁর সারা শরীর দিয়ে রক্ত ঝরছে কিন্তু মুখ খুলতে নারাজ। বরং তাঁর ঠোঁটে লেগে রয়েছে অদ্ভুত এক অহংবোধের হাসি। রাশিয়ানদের অত্যাচারের বেশ কিছু দৃশ্য বাদ পড়েছিল ছবি থেকে। সেগুলি যোগ করা হয়েছে ওটিটি ভার্সনটিতে। তবে বাদই রয়েছে 'বেশরম রং' গানে দীপিকার স্ট্রবেরি খাওয়ার শটটি।
জেসিআরও অফিসে শাহরুখের প্রবেশের একটি রোমহর্ষক দৃশ্য দেখা যাবে এই ভার্সনে। এছাড়াও থাকছে ধরা পরার পরে দীপিকাকে জেরা করার একটি দৃশ্য। সেই জেরাটি করেছিলেন ডিম্পল কপাডিয়া। এছাড়া থাকছে জেলে শাহরুখের সঙ্গে ডিম্পলের দেখা করতে যাওয়ার একটি দৃশ্যও। সব মিলিয়ে একবার 'পাঠান' দেখা হয়ে গেলেও, 'আনকাট ভার্সন'-টির জন্য ওটিটিতে আরও একবার দেখে নেওয়াই যায় শাহরুখের ব্লকবাস্টার হিট এই ছবিটি।