মুম্বই: 'এককথায়, ব্লকবাস্টার'। শাহরুখ খান (Shah Rukh Khan)-এর নতুন ছবি 'পাঠান' সম্পর্কে এই কথাটিই লিখলেন ট্রেন্ড অ্যানালিসিস ও ছবি সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)। গোটা দেশের প্রেক্ষাগৃহে কার্যত 'পাঠান' (Pathaan) ঝড়। প্রায় সব প্রেক্ষাগৃহেই হাউজফুল 'পাঠান'।                                                                                                                                             


সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি। ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলবে 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'                                                                                                             


আরও পড়ুন: Pathaan News: শাহরুখ নিশ্চয়ই জানেন না, যেখানকার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর উনি , সেই ভাষার ছবিই জায়গা পাচ্ছে না: কৌশিক


আজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ লিখেছেন, 'পাঠান ব্লকবাস্টার। স্টাইল, স্কেল, গান, অ্যাকশন, চমক.. 'পাঠান'-এ সমস্ত কিছুই রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বমহিমায় ফিরে এসেছেন এসআরকে। নিঃসন্দেহে ২০২৩ -এর প্রথম ব্লকবাস্টার পাঠান-ই।'                                                                                                                                                                           


বাংলা থেকে শুরু করে গোটা দেশে ইতিমধ্যেই কার্যত শাহরুখ ঝড়। অনুরাগীরা উচ্ছ্বসিত শাহরুখকে দেখে। উপরি পাওয়া সলমন খানের পর্দায় ক্যামিও চরিত্রে অভিনয়।