মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার পায়েল রোহতগিও একটি ভিডিও শেয়ার করে সুশান্তের আত্মহত্যার ঘটনায় এমন বক্তব্য রেখেছেন যে, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পায়েল ভিডিওতে বলেছেন, সুশান্তকে নিয়ে যত খবর পড়ছি, তাতে আমার মনে হচ্ছে যে, সুশান্ত আত্মহত্যা করেননি, বরং তাঁকে খুন করা হয়েছে।
পায়েল বলেছেন, যে মনোরোগ বিশেষজ্ঞর কাছে সুশান্ত তাঁর চিকিত্সা করাচ্ছিলেন, তিনি সমস্ত রোগীকেই বাই পোলার ডিসঅর্ডার বলে দেন। পায়েল বলেছেন, তিনিও ওই চিকিত্সকের কাছে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, ওই চিকিত্সকের ওষুধে লোকজন আরও অবসাদগ্রস্ত হয়ে পড়েন।
পায়েলের এই ভিডিও তাঁর টিম ইনস্টাগ্রামে শেয়ার করেছে।
সোনম কপূরকে নিয়ে পায়েল বলেছেন, সোনম আমাকে ব্লক করে দিয়েছেন। কারণ, আমার ভিডিওগুলি ওঁর পছন্দ হয়নি। সোনমজি কর্মফলের কথা বলেন। আমি তাঁকে বলছি যে, যখন কোনও সিনেমা দেখার জন্য হলে কেউ না যাবেন, তখন তিনি কর্মের ব্যাপারে জানতে পারবেন।
উল্লেখ্য, পুলিশ এখনও পর্যন্ত তাঁর পরিবারের লোকজন, রিয়া চক্রবর্তী ও ফ্ল্যাটমেটদের জিজ্ঞাসাবাদ করেছে। এরপর পুলিশ সুশান্তর বন্ধু রোহিনী আয়ারের বয়ানও নথিভূক্ত করেছে বলে খবর।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে রোহিনী থানায় গিয়েছিলেন এবং দুপুরে সেখান থেকে বেরন। রোহিনীর সঙ্গে পুলিশের কী কথা হয়েছে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সুশান্তর সঙ্গে তাঁর বন্ধুত্ব ও অভিনেতা ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়া হয় বলে খবর।
আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করা হয়েছে! দাবি করে মনোরোগ বিশেষজ্ঞকে নিশানা পায়েল রোহতগির, কটাক্ষ সোনম কপূরকেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2020 06:37 PM (IST)
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার পায়েল রোহতগিও একটি ভিডিও শেয়ার করে সুশান্তের আত্মহত্যার ঘটনায় এমন বক্তব্য রেখেছেন যে, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পায়েল ভিডিওতে বলেছেন, সুশান্তকে নিয়ে যত খবর পড়ছি, তাতে আমার মনে হচ্ছে যে, সুশান্ত আত্মহত্যা করেননি, বরং তাঁকে খুন করা হয়েছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -