অভিনেত্রী পায়েল রোহতগি ট্যুইটে লিখেছেন, 'একদিকে দীপিকার বাবা ভারতের জন্য সোনার পদক জিতেছেন। অন্যদিকে, দীপিকা ভারতকে টুকরো করতে চাওয়া শক্তিগুলির পাশে দাঁড়িয়েছেন। শেষপর্যন্ত দীপিকা প্রমাণ করে দিয়েছেন যে, তিনি আলিয়া ভট্টর সেরা বন্ধু'।
এর আগে এক ট্যুইট করে পায়েল লিখেছিলেন, 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে মেঘনা গুলজার দীপিকার মগজ ধোলাই করেছেন'। ট্যুইটে পায়েলের দাবি, জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রীই ক্যাম্পাসে গুণ্ডা ডেকে এনেছিলেন পড়ুয়াদের নতুন সেমিস্টারে নাম নথিভূক্ত করার ক্ষেত্রে বাধা দিতে। তাঁর আরও মন্তব্য, 'বামপন্থীরা হতাশ, কারণ তাদের মাঝরাতের পানোত্সব' বন্ধ হয়ে গিয়েছে। দীপিকাকে আমার ইডিয়ট মনে হচ্ছে'।
দীপিকা জেএনইউ-র পড়ুয়াদের সমর্থন করার পর তাঁর আসন্ন সিনেমা 'ছপাক' বয়কটের ডাক দিয়েছে কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজার এই ঘটনাকে দীপিকার প্রচারের জন্য চমক আখ্যা দিয়েছেন। পাশাপাশি অনেকেই দীপিকার সমর্থন করেছেন। অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, বিশাল দাদলানি, রিচা চাড্ডা ও অনুভব সিনহার মতো সেলেবরা দীপিকার পাশে দাঁড়িয়েছেন।