মুম্বই: মুক্তি পেল অনুষ্কা শর্মা প্রযোজিত দ্বিতীয় ছবি ‘ফিলাউরি’-র ট্রেলার। প্রথম ঝলকেই পরিষ্কার, এনএইচ টেন-এর দুর্দান্ত সাফল্যের পর প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি বাছতে অনুষ্কা কোনও ভুল করেননি।

ছবির লোকেশন পঞ্জাব। গল্প এগিয়েছে এক মেয়ে ভূতের কথা ঘিরে, যার বিয়ে হয়েছে এক জীবন্ত মানুষের সঙ্গে। মাঙ্গলিক হওয়ার দোষ কাটাতে প্রকৃত বিয়ের আগে ছেলেটির বিয়ে দেওয়া হয় একটি গাছের সঙ্গে। তাতেই বাস করত ওই মেয়ে ভূতটি।

সে ধরে নেয় তার বিয়ে হয়েছে ওই ছেলেটির সঙ্গে, তারপর গল্প পিছিয়ে যায় তার আগের জীবনে।

অনুষ্কা জানিয়েছেন, ছবিতে যে বিয়ে দেখানো হয়েছে, তা শুধু গল্পের পটভূমি। ‘ফিলাউরি’ একইসঙ্গে রোম্যান্টিক, মজাদার ও ভালরকম জটিল বলে মন্তব্য করেছেন তিনি। অনুষ্কা ছাড়াও ছবিতে রয়েছেন দলজিত দোসাঞ্জ, সুরজ শর্মা ও মেহরিন পিরজাদা।

‘ফিলাউরি’ পরিচালনা করেছেন নতুন পরিচালক আংশাই লাল। এর আগে ‘চক দে ইন্ডিয়া’, ‘দোস্তানা’, ‘হাউসফুল’ ও ‘হিম্মতওয়ালা’-য় সহকারী ছিলেন তিনি।

২৪ মার্চ মুক্তি পাচ্ছে ‘ফিলাউরি’। দেখে নেওয়া যাক ট্রেলারটি