সন্তান জন্মের পর ফ্যাট কমাতে উঠে পড়ে লেগেছেন করিনা
ABP Ananda, Web Desk | 06 Feb 2017 10:40 AM (IST)
মুম্বই: ছেলের বয়স ১ মাস পেরিয়েছে। আবার পুরনো ফিগার পেতে উঠে পড়ে লেগেছেন করিনা কপূক। ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর কয়েকটি ছবিতে পরিষ্কার, বেবি ফ্যাট বেশ খানিকটা ঝরিয়ে ফেলেছেন তিনি। ছেলের জন্মের আগে রীতিমত মোটা হয়ে যান করিনা। তবে সে জন্য হাঁটাচলা, ঘোরা ফেরায় কোনও অসুবিধে হয়নি তার। শিগগিরই ভীর দি ওয়েডিং-এর শ্যুটিং শুরু করবেন করিনা। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন সোনম কপূর।