নয়াদিল্লি: ফের নতুন করে শিরোনামে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ইজরায়েলি চিত্রপরিচালকের মন্তব্যে ফের বিতর্কের ঝড়। নাদাভ লাপিদের (Nadav Lapid) মন্তব্যের উত্তরে বিবেক অগ্নিহোত্রী সিনেমা তৈরি ছেড়ে দেওয়ার কথাও বললেন! কী হয়েছে এমন? 


সিনেমা তৈরি ছেড়ে দেওয়ার কথা কেন বললেন বিবেক অগ্নিহোত্রী?


সম্প্রতি 'ইফি'র আন্তর্জাতিক জুরির চেয়ারপার্সন নাদাভ লাপিদ বলেন, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি আদতে 'অশ্লীল ও প্রোপাগান্ডা'। তার ঠিক একদিনের মাথায় পাল্টা উত্তর দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, প্রয়োজনে তিনি 'লড়াই জারি রাখবেন'। 


নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বলেছেন, 'আমি গোটা পৃথিবীর বিদ্বজনেদের ও 'আর্বান নকশাল'দের এবং সেই সঙ্গে ইজরায়েল থেকে আসা বিশিষ্ট চিত্র পরিচালককে চ্যালেঞ্জ করছি যদি তাঁরা প্রমাণ করতে পারেন যে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর কোনও দৃশ্য, সংলাপ বা ঘটনা মিথ্যা, তাহলে আমি সিনেমা বানানো ছেড়ে দেব। আমি পিছিয়ে যাওয়ার মানুষ নই। যা খুশি বলতে থাকুন, আমিও লড়াই চালিয়ে যাব।'


 






সোমবার, গোয়ায় অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'র সমাপ্তি অনুষ্ঠানে করা নাদাভ লাপিদের মন্তব্য এখন ভাইরাল। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে বিবেক অগ্নিহোত্রী লেখেন, 'সত্যি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস'। বিকেলে পোস্ট করা ভিডিওয় বিবেক জানান 'দেশ ভাগ করতে চাওয়া দল'-এর দ্বারা আক্রমণ তাঁর কাছে কোনও নতুন ঘটনা নয়। 'সন্ত্রাসবাদী, নকশাল বা টুকড়ে-টুকড়ে গ্যাং-এর লোকজন প্রায়ই এই ধরনের কথা বলে থাকে যারা দেশকে ভাঙতে চায়।' তিনি আরও বলেন, 'আশ্চর্যের বিষয় হল যে কীভাবে ভারত সরকার কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে সন্ত্রাসবাদীদের কথা ব্যবহার করা হয়েছিল যারা ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে চায়।'


আরও পড়ুন: Dev On Politics: রাজনীতি কেমন হওয়া উচিত? কী বার্তা দিলেন দেব?


প্রসঙ্গত, 'দ্য কাশ্মীর ফাইলস' তৈরি হয়েছিল কাশ্মীরী পণ্ডিতদের দুর্দশার কথা তুলে ধরে। বক্স অফিসে বেশ সাফল্য লাভ করে এই ছবি। সেই সময়েও এই ছবি টানা শিরোনামে ছিল।