চন্ডীগড়: আগামীকাল আমির খানের ৫২-তম জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকছে হরিয়ানার ফোগত পরিবার। আমিরের সর্বশেষ সাড়া ফেলে দেওয়া 'দঙ্গল' ছবিটি ফোগতদের নিয়েই তৈরি হয়েছে। দুই কুস্তিগীর বোন ববিতা, গীতা ফোগত ও তাঁদের বাবা মহাবীর ফোগতের কথা বলা হয়েছে ছবিতে। এবার তিনজনকেই জন্মদিনের আসরে আমন্ত্রণ জানিয়েছেন আমির। সুপারস্টারের শুভ অনুষ্ঠানে ডাক পাওয়া ও হাজির থাকার কথা স্বীকার করেছেন ববিতা। বলেছেন, আমিরজির জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি, আমরা সবাই বেশ উত্তেজিত।
ডিসেম্বরে রিলিজ হওয়া দঙ্গল-এ তিনি ফোগত বোনেদের সংগ্রামের কথা সবাইকে জানাতে চেয়েছেন, আগেই বলেছেন আমির।
গত বছর ভিওয়ানিতে গীতার নিজের গ্রাম বলালিতে তাঁর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমিরও।
কাল আমিরের ৫২-তম জন্মদিনের আসরে থাকছে 'দঙ্গল'-এর ফোগত পরিবার
Web Desk, ABP Ananda
Updated at:
13 Mar 2017 07:37 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -