মুম্বই: এক পত্রিকার জন্য বিকিনি পরে ফটোশ্যুট করে নতুন বছর শুরু করেছেন করিনা কপূর। ছেলের জন্মের ১ বছরের মধ্যে তাঁর এই নির্মেদ ছিপছিপে ফিগার হইচই ফেলে দিয়েছে বলিউডে। কিন্তু এবারেও যাবতীয় আনন্দে চোনা ফেলতে এসে গিয়েছেন ট্রোলেরা।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলেদের বক্তব্য, সন্তান জন্মের ১ বছরের মধ্যে কোনও মায়ের এমন ফিগার হতেই পারে না, এ নির্ঘাত ফটোশপ। তাও খুব বাজে মানের। কেউ বলছেন, গোটা শরীরটাই ফটোশপ করা হয়েছে আবার কারও পর্যবেক্ষণ, আরে শরীরের থেকে তো মুখটা বড়।

দেখুন এমন কিছু মন্তব্য



তৈমুরের জন্মের পর এ বছরই বড় পর্দায় ফিরবেন করিনা। মে মাসে মুক্তি পাবে তাঁর ছবি ভীরে দি ওয়েডিং। পরিচালক শশাঙ্ক ঘোষ, এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সোনম কপূর ও স্বরা ভাস্করকে।

আরও পড়ুন দেখুন! ছেলের জন্মের ১ বছর পরেই করিনা কপূরের বিকিনি শ্যুট