মুম্বই: ‘জাগ্গা জাসুস’-এর শ্যুটিংয়ে ভীষম ব্যস্ত ক্যাটরিনা কাইফ। এই ছবিতে তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের বিপরীতে। এছাড়াও রয়েছেন বব বিশ্বাস ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।
‘জাগ্গা জাসুস’-এর সেট ব্যাকগ্রাউন্ডে রেখে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ক্যাট।
ছবিতে সূর্যাস্ত দেখা যাচ্ছে। ভিন্টেজ কারের সামনে চশমা পরা ক্যাটরিনা। তাঁর ভাঙা হাতও দেখা যাচ্ছে স্পষ্ট।