মুম্বই: সদ্য মুক্তিপ্রাপ্ত গলি বয় সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এই সিনেমায় রণবীর সিংহর বিপরীতে দেখা গিয়েছে আলিয়া ভট্টকে। বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী আলিয়ার ঝুলিতে রয়েছে আরও কিছু সিনেমা। কিন্তু সিনে জগতের ব্যস্তকা দূরে সরিয়ে গত কয়েকদিন একটু অন্যরকম কাটালেন আলিয়া। আসলে ছোটবেলার বন্ধু দেবীকা আডবাণীর বিয়ে যে! বন্ধুর বিয়েতে দিল্লিতে বেশ জমিয়ে হুল্লোড়ে মাতলেন আলিয়া। বিয়ের আগের অনুষ্ঠান ও বিয়েতে তাঁর এই জমিয়ে উপভোগের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। (ছবি-ইনস্টাগ্রাম) গতকাল ২২ জানুয়ারি ছিল বিয়ে। ছোট্টবেলার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে থাকতে পারার আনন্দের কথা একটি ছবি শেয়ার করে জানিয়েছেন আলিয়া। ছবির ক্যাপশন- কারুর বেস্ট ফ্রেন্ডকে তার স্বপ্নের পুরুষকে বিয়ে করতে দেখার মতো ভালো অনুভূতি আর হয় না। বিয়েটা দারুণ হল..আমার মিষ্টি বন্ধুটা যে এখন বিবাহিতা, তা বিশ্বাস করতে পারছি না.. বন্ধুর বিয়ের বিদায় অনুষ্ঠানে আবেগ চাপতে পারলেন না আলিয়া। একটা ছবিতে চোখের জল সামলাতে দেখা যাচ্ছে আলিয়াকে। নীল শাড়িতে আলিয়াকে ওই ছবিতে দারুণ মানিয়েছে। (দেখুন- বাঁদিকে সোয়াইপ করুন) ওই বিয়ের অনুষ্ঠানের আরও কিছু ছবি ও ভিডিও- উল্লেখ্য, আলিয়ার গলি বয় সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। বক্স অফিসে এখনও বেশ ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। এরপর আলিয়াকে কলঙ্গ সিনেমায় বরুণ ধবনের বিপরীতে এবং ব্রহ্মাস্ত্র সিনেমায় বয়ফ্রেন্ড রণবীর কপূরের সঙ্গে দেখা যাবে। চলতি বছরের শেষের দিকে দুটি সিনেমার মুক্তি পাওয়ার কথা।