মুম্বই: ১৯ বছর পর ফের সঞ্জয়লীলা ভনশালীর সিনেমায় দেখা যাবে বলিউড তারকা সলমন খানকে। ভনশালী প্রোডাকশনসের সিইও প্রেরণা সিংহ জানিয়েছেন, একটি প্রেমের কাহিনী অবলম্বনে তৈরি সিনেমার জন্য ফের হাত মেলাচ্ছেন সঞ্জয় ও সলমন।

প্রেরণা সিংহ এক বিবৃতিতে জানিয়েছেন, সিনেমার কাহিনী পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে দুজনের সমন্বয় একটা বড় ব্যাপার হয়ে উঠতে পারে।

যদিও সিনেমার নাম ও নায়িকার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি সিনেমার শ্যুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছর।

১৯৯৬-এ খামোসি-দ্য মিউজিক্যাল সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালনায় অভিষেক হয়েছিল ভনশালীর। ওই সিনেমায় দেখা গিয়েছিল সলমনকে। এরপর ১৯৯৯-এ  ভনশালীর হম দিল দে চুকে সনম সিনেমায় ঐশ্বর্য রাই ও অজয় দেবগনের সঙ্গে দেখা গিয়েছিল সলমনকে।

সলমন ভনশালীর সাঁওরিয়া সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল সলমনকে। ওই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর কপূর ও সোনাম কপূরের।