ছবিতে ক্যামেরার পিছনের কলাকুশলীদের সঙ্গে দীপিকাও আছেন তাঁর চরিত্রের লুকে।
গত ২৫ মার্চ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের চরিত্রের মেকআপে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা। ওই ছবি দেখে চমকে যান দীপিকার অনুরাগীরা। বাস্তবের চরিত্রের সঙ্গে এতটা মিলই অবাক হওয়ার কারণ। ছবিতে দীপিকার চরিত্রটির নাম মালতী।
এরপর ছবির শুটিং এর দৃশ্যও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে।লক্ষ্মী অগ্রবাল মাত্র ১৫ বছর বয়সে অ্যাসিড হানার শিকার হন। তারপর অনেক অস্ত্রোপচার ও একটানা চিকিৎসার পর ঘুরে দাঁড়ান। তাঁর মতো আরও অনেকের জন্য লড়াই শুরু করেন। লক্ষ্মীর জীবনের এই গল্পই দেখাবে 'ছপক'।
ছবিতে দীপিকার বিপরীতে কাজ করেছেন বিক্রান্ত মেসি। এ-ছবির পরিচালক মেঘনা গুলজার। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।