কলকাতা: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরপর পাঁচ ম্যাচ হারের পর দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা অবশ্য খারিজ করে দিলেন দলের কোচ জ্যাক কালিস।
উল্লেখ্য, টুর্নামেন্টের মাঝপথেই নন-পারফরম্যান্সের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। এ রকম কোনও সম্ভাবনা নাইট শিবিরেও রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে কালিস বলেছেন, না, আমরা এ রকম কিছু আলোচনা করিনি। এমন কথা কেউ উত্থাপনও করেনি। তাই এখন এ রকম কোনও বিষয়ই নেই। আশা করছি, কার্তিক ছন্দ ফিরে পাবে এবং দলের হয়ে বড় ইনিংস খেলবে। এটাই দলের পক্ষে একটা বড় বিষয় হবে এবং এমনটাই ও চাইছে।
এবারের টুর্নামেন্টে কার্তিকের নয় ইনিংসে ব্যাটিং গড় ১৬.৭১।
তবে জানা গেছে, দলের প্রধান মালিক শাহরুখ খান দলের প্রথমসারির খেলোয়াড়দের মুম্বইতে ডেকেছিলেন। গত ১৯ এপ্রিল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর বলিউড তারকা একটি ট্যুইট করেন। ওই ট্যুইটটি ছিল বেশ আবেগপ্রবণ। শাহরুখ খান টুইট করে বলেছিলেন, ‘অন্তত রাসেলের জন্য জেতো।’
মুম্বইতে দল এসআরকে-র সঙ্গে দেখা করেছিল কিনা, এই প্রশ্নের উত্তরে কালিস বলেছেন, দলের ছেলেরা মুম্বইতে থাকা পর্যন্ত তাঁর সঙ্গে শাহরুখের কোনও কথা হয়নি। কার্তিকও একদিনের জন্য বাড়ি গিয়েছেন। বুধবার ফের দেখা হবে এবং পরের ম্যাচের পরিকল্পনা তৈরি করা হবে।
শাহরুখের অসন্তোষ সম্পর্কে প্রশ্ন করা হলে কালিস বলেছেন, আমরা সবাই একটু বেশি ভালো পারফর্ম করতে চাই। আমি মনে করি, সবাই এমনটাই ভাবে যে, মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে হবে এবং জয়ের পথে ফিরতে হবে। হারটা নিশ্চিতভাবেই কোনও মজার জিনিস নয়।
আন্দ্রে রাসেলের মতো বিদেশী প্লেয়ারদের কলকাতায় ট্রেনিং করতে দেখা যায় এবং মুম্বইয়ের কেকেআর অকাদেমিতে দেখা যায় কার্তিক, কুলদীপ ও শুভমন গিলকে। যদিও টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের কিছুটা বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা গিয়েছেন। কাজেই প্রশ্নটা থেকেই গিয়েছে যে, প্লেয়ারদের যদি কয়েকদিন বিরতি দেওয়া হয়, তাহলে তাঁর ট্রেনিং করলেন কেন।
মুম্বই অকাদেমিতে ট্রেনিংয়ের প্রসঙ্গে কালিস বলেছেন, ছেলেদের বিশ্রাম দরকার বলে অনুভব করেছিলাম। আগামী কয়েকদিন ওরা কী করবে, তা নিয়ে ওদের নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছিল। গত কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে খুবই হতাশাজনক ছিল। তাই ভেবেছিলাম, প্লেয়াররা নিজেদের ইচ্ছে মতো কাজ করুক। কোনও কোনও খেলোয়াড় কিছুটা অনুশীলন করতে চেয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কার্তিককে সরানো নিয়ে কোনও আলোচনা হয়নি, বললেন কালিস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2019 09:45 PM (IST)
উল্লেখ্য, টুর্নামেন্টের মাঝপথেই নন-পারফরম্যান্সের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। এ রকম কোনও সম্ভাবনা নাইট শিবিরেও রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে কালিস বলেছেন, না, আমরা এ রকম কিছু আলোচনা করিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -