অতিরিক্ত ঠাণ্ডা সহ্য করার জন্য ক্রিয়োথেরাপি নিচ্ছেন ফারহান-শিবানী, কত তাপমাত্রায়, শুনলে চমকে যাবেন
Web Desk, ABP Ananda | 04 Dec 2019 01:40 PM (IST)
ক্রিয়োথেরাপি হল শীতলতা সহ্য করার ট্রিটমেন্ট। এই থেরাপিতে অতিরিক্ত ঠাণ্ডায় শরীরের সহনীয়তা বাড়ানো হয়।
মুম্বই: ফারহান আখতার ও তাঁর প্রেমিকা শিবানী দান্ডেকর এখন সবসময় আলোচনার কেন্দ্রে। নিজেদের নানারকম ছবি তাঁরা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার প্রকাশ্যে এল তাঁদের ক্রিটোথেরাপি নেওয়ার ছবি। এই ছবি আপলোড করে ফারহান লেখেন, "ক্রিয়োথেরাপি...ঠাণ্ডা আমাকে আর কোনওভাবে কষ্ট দেয় না।" ক্রিয়োথেরাপি হল শীতলতা সহ্য করার ট্রিটমেন্ট। এই থেরাপিতে অতিরিক্ত ঠাণ্ডায় শরীরের সহনীয়তা বাড়ানো হয়। দেখুন, তার ছবি। ছবিটি তুলেছেন ও ক্যাপশন লিখেছেন ফারহান-কন্যা আকিরা। ফারহানের বান্ধবী শিবানীও ক্রিয়োথেরাপির ছবি পোস্ট করেন। তিনি মাইনাস ১৩০ ডিগ্রি সেলসিয়াসে এই থেরাপি নেন। ফারহান আপাতত রাকেশ ওমপ্রকাশ মেহেরার "তুফান" ছবির জন্য শুটিং করছেন। সেখানে এক বক্সারের ভূমিকায় অভিনয় করছেন তিনি।