মুম্বই : বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলার কে? প্রশ্নটা আপনি যাকেই করবেন, তিনিই একবাক্যে উত্তর দেবেন, সলমন খান। বলিউডের ভাইজানই বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলারের জায়গা দখল করে রেখেছেন। কিন্তু কবে বিয়ে করবেন তিনি? না, তেমন কোনও সুখবরের তিনি দেননি। তবে, বলিউডের ভাইজানকে ঘিরে যে গুজব চারপাশে রটেছে, তা তাঁর ভক্তদের মন খারাপ করারই মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হঠাৎই গুঞ্জন ওঠে যে, , দুবাইতে সলমন খানের পরিবার রয়েছে। শুধু পরিবার বললে ভুল হবে, শোনা গিয়েছিল, দুবাইতে নাকি নুর নামে তাঁর স্ত্রী এবং ১৭ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে ভাইজানের! যদিও সত্যিটা সামনে আনলেন সলমন নিজেই। জানিয়ে দিলেন ফেক নিউজ ছা়ড়া কিচ্ছু নয় এসব।
সম্প্রতি দাদা আরবাজ খানের টক শো 'পিঞ্চ সিজন ২'-এ অতিথি হয়ে এসেছিলেন সলমন খান। সেখানেই আরবাজ খান জানান যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই খবর পাওয়া যায়। তার মধ্যে কিছু সঠিক থাকে। আবার কিছু ভুল খবরও থাকে। তারই মধ্যে একটি যে, দুবাইতে নাকি সলমন খানের স্ত্রী এবং মেয়ে রয়েছে। সেই সোশ্যাল মিডিয়া পোস্টটিতে যা লেখা হয়, তার বাংলা তর্জমা করলে এমন হয় যে, 'কোথায় লুকিয়ে আছো ভিতু? ভারতে সবাই জানে যে তুমি দুবাইতে তোমার স্ত্রী নুর এবং তোমার ১৭ বছরের মেয়ের সঙ্গে আছো। ভারতের মানুষকে আর কতদিন বোকা বানাবে?' বিষয়টা শুনে সলমন খান অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে এটা কার সম্পর্কে বলা হচ্ছে? তখন আরবাজ খান জানিয়ে দেন যে এই পোস্ট ভাইজানের উদ্দেশ্যেই করা হয়েছিল। প্রতিক্রিয়ায় সলমন খান বলেন, 'আমি জানি না এই পোস্ট কবে আর কার জন্য করা হয়েছিল। তবে এগুলো পুরোটাই মিথ্যে রটনা। আমার কোনও স্ত্রী নেই। আমি ভারতে থাকি। ৯ বছর বয়স থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকি। আমার এই ব্যক্তিকে কোনও উত্তর দেওয়ার নেই। আর গোটা দেশের মানুষ জানেন যে আমি কোথায় থাকি।'
প্রসঙ্গত, আরবাজ খানের টক শো 'পিঞ্চ সিজন ২'-তে অনন্যা পান্ডে, টাইগার শ্রফ, ফারহান আখতার, কিয়ারা আদবানি, রাজকুমার রাও এবং ফারহা খানের মতো তারকারাও এসেছেন।