ভারতীয় সংস্কৃতিতে চলচ্চিত্রের প্রভাব নিয়ে আলোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলিউডের একঝাঁক তারকা
Web Desk, ABP Ananda | 10 Jan 2019 05:10 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন বলিউডের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে ছিলেন কর্ণ জোহর, রণবীর সিংহ, আলিয়া ভট্ট, রণবীর কপূর, ভিকি কৌশল, রাজকুমার রাও, সিদ্ধার্থ মালহোত্র, আয়ষ্মান খুরানা, বরুণ ধবন, ভূমি পেডনেকর, রোহিত শেট্টিরা। কিছুদিন আগেই বলিউডের প্রযোজকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এরপরেই ছবির টিকিটের উপর জিএসটি কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। আজকের বৈঠকে চলচ্চিত্র ও ভারতীয় সংস্কৃতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হয়। বলিউড সূত্রে খবর, কর্ণই আজকের বৈঠকের উদ্যোগ নেন। এর আগে গত ১৯ ডিসেম্বর বলিউড তারকাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কোনও মহিলা প্রতিনিধি ছিলেন না। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন অজয় দেবগণ, অক্ষয় কুমার, কর্ণ, সিদ্ধার্থ রায় কপূর, রীতেশ সিদ্ধওয়ানিরা। সেই কারণেই এবারের বৈঠকে আলিয়া ও ভূমিকে সামিল করা হয় বলে খবর। বলিউডের তরুণ প্রজন্মের সঙ্গে বৈঠকে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি চলচ্চিত্রে বদল নিয়ে বলিউড তারকাদের মতামত জানতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তোলেন বলিউড তারকারা।