নয়াদিল্লি: ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহের অনন্য বোলিং অ্যাকশন বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞদের স্তম্ভিত করে দিয়েছে। সম্প্রতি, এক অস্ট্রেলীয় কিশোর বুমরাহের ওই অদ্ভুত অ্যকাশনকে অনুকরণ করার চেষ্টা করে। সেই খুদের বোলিং অ্যাকশনের ভিডিও আবার টুইটারে পোস্ট করেন এক ব্যক্তি। লেখেন, আপনার এই সিরিজ জয়ের একমাত্র সমস্যা হল আপনি অস্ট্রেলিয়ার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে গেলেন। সেইসঙ্গে তিনি ভারতীয় ফাস্ট বোলারকেও ট্যাগ করেন। সুন্দর জবাব দিতে দেরি করেননি বুমরাহ। ছেলেটিকে বাহবা দিয়ে তিনি লেখেন, ছেলেটা ভীষণই মিষ্টি। ওকে আমার শুভ কামনা দেবেন।