নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দলের সীমিত ওভারের সিরিজের ম্যাচের নির্ঘন্ট ঘোষণা করল বিসিসিআই। আগামী ২৪ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচ। শেষ ম্যাচ ১৩ মার্চ। ভারতে ২ টি ২০ ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। খেলার নির্ঘন্ট ঘোষণা করতে গিয়ে বোর্ড জানিয়েছেন, দুই টি ২০ ম্যাচ শুগু হবে সন্ধে সাতটায়। আর একদিনের ম্যাচগুলি শুরু হবে দুপুর দেড়টায়।অস্ট্রেলিয়ার সফরের প্রথম ম্যাচ বেঙ্গালুরুতে, শেষ ম্যাচ হবে দিল্লিতে। টি ২০ সিরিজ ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ বেঙ্গালুরুতে। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ বিশাখাপত্তনমে। ২ মার্চ থেকে শুরু একদিনের সিরিজ ২ মার্চ প্রথম ম্যাচ হায়দরাবাদে। ৫ মার্চ দ্বিতীয় ম্যাচ নাগপুরে। ৮ মার্চ তৃতীয় ম্যাচ রাঁচিতে। ১০ মার্চ চতুর্থ ম্যাচ মোহালিতে। ১৩ মার্চ পঞ্চম ম্যাচ দিল্লিতে।