মুম্বই: বক্স অফিসে একেবারেই সাফল্য পাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনভিত্তিক সিনেমা। ভোটের আগে সিনেমার মুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এরপর নির্বাচন শেষ হওয়ার পর গত সপ্তাহে মুক্তি পেয়েছে নরেন্দ্র মোদির বায়োপিক। কিন্তু প্রেক্ষাগৃহে সেই সিনেমা দেখতে দর্শকদের ভিড় একেবারেই নেই। মুক্তির পর গত চারদিনে সিনেমাটি মোট ১৪ কোটি টাকার ব্যবসা করেছে।
প্রথম দিনে ২.৮৮ কোটি, দ্বিতীয় দিনে ৩.৭৬ কোটি , তৃতীয় দিন ৫.১২ কোটি এবং চতুর্থ দিন ২.৪১ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। সবমিলিয়ে আয় ১৪.১৭ কোটি টাকা।
১২০০ পর্দায় মুক্তি পেয়েছে মোদির বায়োপিক। সিনেমায় মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। সিনেমায় মোদির শৈশব থেকে বর্তমান সময়ের যাত্রা তুলে ধরা হয়েছে।
সিনেমাটির প্রযোজনা করেছেন সন্দীপ সিংহ। পরিচালক ওমাঙ্গ কুমার। সিনেমায় বিবেক ছাড়াও রয়েছন বোমন ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, বরখা বিস্ত-সেনগুপ্তর মতো শিল্পী।
গত ১১ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। ওই দিন লোকসভা নির্বাচনেরও সূচনা হয়েছিল। সিনেমাটির মুক্তির বিরুদ্ধে বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। এরপর কমিশন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সিনেমাটির মুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল।
বক্স অফিসে সাফল্য নেই মোদি বায়োপিকের, চারদিনে ব্যবসা মাত্র ১৪ কোটি টাকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2019 07:11 PM (IST)
প্রথম দিনে ২.৮৮ কোটি, দ্বিতীয় দিনে ৩.৭৬ কোটি , তৃতীয় দিন ৫.১২ কোটি এবং চতুর্থ দিন ২.৪১ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। সবমিলিয়ে আয় ১৪.১৭ কোটি টাকা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -