‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’ ছবিটি পরিচালনা করছেন ‘মেরিকম’ খ্যাত ওমুঙ্গ কুমার। এ মাসের শেষদিক থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা। গুজরাত, দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ দেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে। বিবেক ছাড়া আর কারা এই ছবিতে অভিনয় করবেন, সেটা এখনও জানা যায়নি। ২৩টি ভাষায় মুক্তি পাবে ছবিটি। মোদির বায়োপিকের প্রথম পোস্টার প্রকাশিত, প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বিবেক ওবেরয়
Web Desk, ABP Ananda | 07 Jan 2019 07:44 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে প্রধান ভূমিকায় অভিনয় করছেন বিবেক ওবেরয়। আজ তিনি ট্যুইটারে এই ছবিতে নিজের প্রথম পোস্টার প্রকাশ করেছেন। এদিনই পোস্টারটি প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবিশ।