ঢাকা: এই নিয়ে পরপর তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ সোমবার বঙ্গভবনে ৭১ বছরের হাসিনাকে শপথবাক্য পাঠ করালেন। এই নিয়ে চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরাও এদিন শপথ নিয়েছেন। হাসিনার ক্যাবিনেটে থাকছেন ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন রাষ্ট্রমন্ত্রী।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় আওয়ামি লিগ। শাসক জোট ৯৬ শতাংশ আসনে জয়ী হয়। বিরোধীরা ভোটে ভোটারদের ভয় দেখানো, ব্যালট ছিনতাই ও হিংসার অভিযোগ তুলেছিল। যদিও আওয়ামি লিগ ওই অভিযোগ অস্বীকার করে।
হাসিনার নতুন মন্ত্রিসভায় নতুন মুখদের রমরমা। ৩১ জনই প্রথমবার মন্ত্রী হয়েছেন। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন প্রবীন নেতা।
হাসিনার আওয়ামি লিগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি ভোটের ফল প্রত্যাখানের পর জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিসভায় ৩১ নতুন মুখ, শপথ নিলেন হাসিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2019 05:13 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -