কলকাতা: নববর্ষ ১৪২৯। নতুন বছরে নতুন গান নিয়ে হাজির অভিনেত্রী-গায়িকা ঋত্বিকা সেন (Rittika Sen)। এই প্রথম নিজের কণ্ঠে 'সিঙ্গল' (Single) রিলিজ করলেন অভিনেত্রী। 'এল পয়লা বৈশাখ' (Elo Poila Baisakh) গানটি মুক্তি পেয়েছে অভিনেত্রীর নিজের ইউটিউব চ্যানেলে। 


ঋত্বিকার প্রথম 'সিঙ্গল' 


নববর্ষের প্রাক্কালে নিজের কণ্ঠে গান গাইলেন অভিনেত্রী ঋত্বিকা সেন। নতুন বছরের বিশেষ গানের নাম 'এল পয়লা বৈশাখ'। গান লিখেছেন ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শ্রী প্রীতম। গানের টিজার মুক্তি পায় দিন দুই আগে। চৈত্রের শেষ দিনে মুক্তি পেল গানটিও। 


 






লাল পাড় সাদা শাড়ি আটপৌরে ঢঙে পরা, হাতে-গলায়-মাথায় ফুলের গয়না। নববর্ষের সাজে নজর কাড়লেন অভিনেত্রী। সেই সঙ্গে মিষ্টি গানের গলা। কলকাতার বিভিন্ন স্থানে শ্যুটিং সেরেছেন অভিনেত্রী এই গানের জন্য। 


 



কেমন ছিল অভিজ্ঞতা


ফোনে এবিপি লাইভকে অভিনেত্রী ঋত্বিকা সেন বলেন, 'আমার খুব ইচ্ছে ছিল পয়লা বৈশাখের জন্য স্পেশাল একটা গান রেকর্ড করব। বাঙালিদের উৎসব, নতুন বছর। পুজোর সময় অনেক গান বের হয়। তাই নববর্ষে এবার একটা গান তৈরি করতে চেয়েছিলাম। আমার "সিঙ্গল" হিসেবে এই প্রথম গান তৈরি। খুব ভাল অভিজ্ঞতা শ্যুটিংয়ের। আশা করছি এই গানটি মানুষের খুবই ভাল লাগবে। গানটা বাঙালিয়ানায় ভরপুর।'


এবারের নববর্ষে যদিও অভিনেত্রীর অনুষ্ঠান করেই কেটে যাবে। তবে এই দিনটি মানেই জমিয়ে খাওয়া-দাওয়া, বাঁধন ছাড়া হুল্লোড়, জানাচ্ছেন অভিনেত্রী।


আরও পড়ুন: New Web Series: 'নেক্রোফিলিয়া' রোগে আক্রান্ত খুনি, মৃত্যুরহস্যে মোড়া ওয়েব সিরিজে শুভাশিস-অর্ণ-প্রিয়ঙ্কা