কলকাতা: ফের শিরোনামে 'বিগ বস' জয়ী জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদব (Elvish Yadav)। সূত্রের খবর, আজ তাঁকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। জনপ্রিয় এই ইউটিউবারের নামে সাপের বিষ নিয়ে রেভ পার্টি করার অভিযোগ এসেছিল আগেই। সেই অভিযোগের ভিত্তিতেই আজ এলভিসকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।
বিষয়টা জানতে গেলে ফিরে দেখতে হবে গতবছরের একটি ঘটনার দিকে। গতবছরের নভেম্বর মাসে, এলভিস সহ আরও ৬ জনের বিরুদ্ধে সাপের বিষ নিয়ে রেভ পার্টি করার ও তা পাচারের অপরাধে অভিযোগ দায়ের করেছিল নয়ডা পুলিশ। আজ, সংবাদমাধ্যমকে নয়ডার অতিরিক্ত পুলিশ সুপার মণীশ মিশ্র জানিয়েছেন, সেক্টর ২০ থানার একটি দল গ্রেফতার করেছে এলভিস প্রেসলিকে। গত বছর পশুদের জন্য কর্মরত একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে প্রথম নজরে আসে এই সাপের বিষ ব্যবহার ও পাচারের বিষয়টি। ওই সংস্থার অভিযোগের ভিত্তিতেই, পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছিল।
গত বছরের নভেম্বর মাসে, নয়ডার সেক্টর ৫১-র একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে রেভ পার্টিতে হানা দিয়ে পুলিশ একাধিক নিষিদ্ধ বস্তু উদ্ধার করেছিল। সেই সময়ে ওই জায়গা থেকে উদ্ধার হয়েছিল, মোট ৯টি সাপ। এর মধ্যে ৫টি ছিল কোবরা। ওই পার্টি থেকে উদ্ধার হয়েছিল সাপের বিষও, যা নিষিদ্ধ। তবে পুলিশ এও জানিয়েছে, ওই পার্টিতে সশরীরে হাজির ছিলেন না এলভিস প্রেসলি। সেইদিন যে সাপ উদ্ধার হয়েছিল, তাতে বেশ কিছু সাপের দাঁত ও বিষগ্রন্থি ছিল না।
আজ একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, এলভিসকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। যদিও এর আগে, নভেম্বরে অভিযোগ ওঠার সময়েই খবর ছড়িয়ে পড়েছিল এলভিস গ্রেফতার হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে গ্রেফতার হওয়ার খবর উড়িয়ে দিয়েছিলেন এলভিস। তবে এবার প্রকাশ্যে এল ছবি।
আরও পড়ুন: Shiboprosad Mukherjee: প্রথমবার কোনও বাঙালি পরিচালকের ছবি দেখানো হবে সংসদে! উচ্ছ্বসিত শিবপ্রসাদ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।