মুম্বই: বলিউড তারকা হৃত্বিক রোশনের নামে ভুয়ো ইমেল আইডি খুলে প্রতারণা করার ঘটনায় এ সম্পর্কিত যাবতীয় তথ্য মেল অ্যান্ড মিডিয়া ইঙ্ক সংস্থাকে ক্রাইম ব্রাঞ্চ শাখার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত। অতিরিক্ত মুখ্য দায়রা বিচারপতি এআর নাটু সব নথি মুম্বই ক্রাইম ব্রাঞ্চকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাঁরা ল্যাপটপ, মোবাইল ফোন, হৃত্বিকের ভুয়ো ইমেল আইডি, প্রয়োজনে কঙ্গনার ইমেল আইডি খতিয়ে দেখবে।
গত ২৫ মার্চ ভুয়ো ইমেল আইডি খুলে ভক্তদের সঙ্গে প্রতারণার অভিযোগে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন হৃত্বিক। 'hroshan.email.com'-এই ইমেল আইডি থেকে হৃত্বিকের ফ্যানেদের সঙ্গে যোগাযোগ করা হয় বলে অভিযোগ।
এই প্রতারণার কথা প্রথম হৃত্বিক টের পান ২০১৪-র মে মাসে করণ জোহরের জন্মদিনের পার্টিতে। সেখানেই কঙ্গনার সঙ্গে কথোপকথনে হৃত্বিক টের পান, কেউ গোপন আইডি খুলে তাঁর নামে চ্যাট করছে। হৃত্বিক জানান, যে আইডি থেকে চ্যাট করা হত, সেইরকম কোনও ইমেলই নেই তাঁর। তাঁর নিজস্ব ইমেল আইডি 'hroshan.email.com'। কথোপকথনগুলি হৃত্বিককে পাঠিয়েওছিলেন কঙ্গনা।
হৃত্বিকের অভিযোগের প্রেক্ষিতে এব্যাপারে বিশদে জানতে ১৮ মার্চ সাইবার ক্রাইম শাখা মেল অ্যান্ড মিডিয়া ইঙ্কের কাছে চিঠি পাঠিয়েছিল। এবার স্থানীয় আদালতের নোটিশের ভিত্তিতে আর্জি জানাল পুলিশ।
হৃত্বিকের নামে ভুয়ো আইডি: সব তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিতে নির্দেশ আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2016 01:40 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -