মুম্বই: অভিনেতা কবীর বেদীর মেয়ে পূজা বেদীকে মনে আছে? আমির খানের সঙ্গে যো জিতা ওহি সিকান্দর-এ অভিনয় করেন যিনি। তারপর বহুদিন পূজা লাইমলাইটে নেই। কিন্তু এখন খবর, ফের বিয়ে করতে চলেছেন তিনি। পাত্র তাঁর বাল্যবন্ধু মানেক কন্ট্রাক্টর।



পূজার আগের স্বামী ছিলেন ফারহান ফার্নিচারওয়ালা, সেই বিয়ে ভেঙে গিয়েছে ১৫ বছর হল। এতদিন পর পূজা আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, ভ্যালেন্টাইনস ডে-তে সেরে ফেলেছেন বয়ফ্রেন্ড মানেকের সঙ্গে এনগেজমেন্টও। এ বছরের শেষেই বিয়ে করবেন তাঁরা।

পূজা জানিয়েছেন, বোর্ডিং স্কুলে পড়ার সময় থেকে তাঁর ও মানেকের পরিচয়। মানেক তাঁর থেকে ৩ বছরের বড়। তখন তাঁদের খুব বেশি আলাপ না থাকলেও কমন বন্ধু ছিলেন অনেকে। গত বছর মানেক একটি চ্যাট গ্রুপে জানান, গোয়ায় নতুন ব্যবসা শুরু করছেন তিনি। পূজা তা দেখতে যান। তখন থেকে নতুন করে আলাপ জমে তাঁদের।



পূজা আরও বলেছেন, তাঁর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা ও ছেলে ওমর ইব্রাহিম মানেককে পছন্দ করেন। চান, মানেক তাঁদের জীবনে আসুন। একলা মা হিসেবে এই অনুভূতি অসামান্য তাঁর কাছে। তিনি যে অবশেষে ফের সংসার করতে চলেছেন, তাতে তাঁরা খুশি। দীর্ঘদিন তিনি একলা ছিলেন, ছেলে বাইরে পড়াশোনা করেন, মেয়ে শিগগিরই সিনেমায় নামবেন। এই অবস্থায় অন্যান্য বহু মায়ের মত একাকীত্ব গ্রাস করতে পারত তাঁকে। কিন্তু মানেকের সঙ্গে সম্পর্ক সেই শূন্যতা ভরাট করে দিয়েছে।



এর আগে অভিনেতা-নৃত্যশিল্পী হানিফ হিলাল ও বিগ বস-এ তাঁর সঙ্গী আকাশদীপ সায়গলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পূজা। তবে এবার নতুন করে সংসার করতে চলেছেন তিনি।