মুম্বই: পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করছে ভারত। ইসলামাবাদও পাল্টা চাপ বাড়িয়ে পাকিস্তানে ভারতীয় ছবির স্ক্রিনিং বন্ধ করেছে। সম্প্রতি ইন্দ্র কুমার পরিচালিত ‘টোটাল ধামাল’ রিলিজ করতে দেয়নি ইমরানের দেশ। সব মিলিয়ে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান প্রায় বন্ধ হওয়ার মুখে। এই অবস্থায় দুই দেশের মধ্যে শিল্প-সংস্কৃতির মুক্ত ও অবাধ চলাচলের পক্ষে সওয়াল করলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালান। সন্ত্রাসের আঁচ যেন শিল্প-সংস্কৃতিতে না লাগে, সেই আহ্বানই করলেন তিনি।
মু্ম্বইয়ে একটি রেডিও প্রোগ্রাম লঞ্চের অনুষ্ঠানে এসে অভিনেত্রী জানান, “অনেক হয়েছে, এবার থামা উচিত। আমি বিশ্বাস করি, শিল্পকে সবসময় রাজনীতির গণ্ডির বাইরে রাখা উচিত। সময় এসেছে, আমাদের একটি অবস্থানে দাঁড়াতেই হবে।”
তিনি আরও জানান, “একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমার মনে হয়, কৃষ্টির মাধ্যম যাই হোক না কেন, গান-নাচ-কবিতা-নাটক-সিনেমা ইত্যাদি দিয়ে মানুষকে সংঘবদ্ধ কারার থেকে আর কোনও ভাল উপায় নেই । অনেক সময়ই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এখন যা চলছে তা শীঘ্রই থামিয়ে দিয়ে ভবিষ্যতের কথা ভাবা উচিত। ”
প্রসঙ্গত, চলতি মাসের ১৪ ও ১৫ ফেব্রুয়ারি পরপর জঙ্গি নাশকাতায় প্রাণ হারিয়েছে ভারতীয় জওয়ানরা। পুলওয়ামায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ গেছে ৪০ জওয়ানের। রাজৌরিতেও জঙ্গি নাশকাতায় মৃত্যু হয়েছে এক মেজরসহ জওয়ানের। পাক জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ এই দুই নাশকতার দায় নিয়েছে। এরপরই শুরু হয় টানাপোড়েন।
ভারত-পাক সীমান্তে উত্তেজনা বাড়ে এবং তা ছড়িয়ে পড়ে সব মহলেই। রাজনৈতিক পরিসরে তো বটেই পুলওয়ামা কাণ্ডের প্রভাব পড়ে ক্রীড়া ও বিনোদন জগতেও। সব মহলই নিন্দায় সরব হয়। অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অজয়, ভিকি কৌশলের মত তারকারা এই ঘটনার কড়া নিন্দা করেছেন। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বি-টাউন।