মুম্বই: সানি লিওনের বিরুদ্ধে মামলা বিগ বস সিজন ৫-এর প্রতিযোগী তথা মডেল পূজা মিশ্রের। সানি তাঁর মানহানি করেছেন, অভিযোগ দায়ের করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন পূজা।
তিনি বিগ বস ফাইভ টিভি শোয়ের জনপ্রিয় প্রতিযোগী, সানি ওই শো-এ ঢুকেছেন অনেক পরে, এ কথা বলে পূজার অভিযোগ, সানি তাঁর প্রতি ঈর্ষাকাতর, বিদ্বেষপ্রবণ হয়ে পড়েছেন। তাই মিডিয়ায় দেওয়া সাক্ষাত্কারে তাঁর দুর্নাম করে তাঁকে অবমাননা করেছেন।
পূজা এও বলেছেন, সানি একটি সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে তাঁর ছবি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে জনসমক্ষে তাঁর সুনাম নষ্ট হয়েছে। সেজন্য তাঁকে ফিক্সড ডিপোজিট ভেঙে জমানো অর্থ তুলে নিতে হয়েছে। এজন্য প্রায় ৭০ লক্ষ টাকা লোকসান হয়েছে তাঁর।
সানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ও ১২০ বি ধারায় আইনি প্রক্রিয়ার দাবি করেছেন পূজা।
যদিও মুম্বই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি নরেশ পাতিল গ্রীষ্মের ছুটির পর জুন মাসে শুনানি ধার্য করেছেন।
১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সানির বিরুদ্ধে মানহানির মামলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2016 12:49 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -