কলকাতা: তিনি যেন সবসময়েই স্রোতের বিপরীতে হাঁটেন। বারে বারে জড়ান বিতর্কে, উঠে আসেন খবরের শিরোনামে। তিনি পুনম পান্ডে (Poonam Pandey)। আর সম্প্রতি, ফের একবার বিতর্কের অন্য নাম, পুনম পান্ডে। ফের খবরের শিরোনামে তিনি।


ঠিক কী করেছিলেন পুনম? দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভেসে ওঠে একটি খবর। প্রয়াত হয়েছেন পুনম পান্ডে। সার্ভিকাল ক্যানসারে মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছেন পুনম। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে এর পরের দিনই সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও পোস্ট করে পুনম জানান তিনি বেঁচে রয়েছেন। আসলে নাকি, সার্ভাইক্যাল ক্যানসারের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্য়ে আরও বেশি করে আলোচনা হোক, চেয়েছিলেন তিনি। সেই জন্য এই ধাক্কা। পোস্টে লেখেন, 'আমি জীবিত। সার্ভাইক্যাল ক্যানসারে মারা যাইনি। তবে এমন হাজার হাজার মহিলা রয়েছেন যাঁরা এই রোগে সত্যিই মারা যান।' তাঁর এই 'ধাক্কা'-য় যাঁরা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নেন পুনম। 


পুনমের এই কাণ্ডে হতবাক হয়েছেন অনেকেই। অনেকে আবার রীতিমতো কটাক্ষ করেছেন পুনমের এই সচেতনতা প্রচারের ধরনকে। ধেয়ে এসেছে বিভিন্ন কটাক্ষ, তাও আবার বলিউডের বেশ বড় নামেদের থেকেই। তবে তাতে থোড়াই কেয়ার পুনমের। সমালোচনার কোনও জবাব দেননি তিনি। কারণ এই প্রথম নয়, এর আগেও, বারে বারে বিতর্কে জড়িয়েছেন পুনম। 


২০১১ সালে পুনম হঠাৎ দাবি করেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। তবে তাঁকে অনুমতি দেয়নি BCCI। এরপরে, সোশ্যাল মিডিয়ায় স্নানের একটি ভিডিও শেয়ার করেও কার্যত তোলপাড় ফেলে দিয়েছিলেন পুনম। এরপরে, আইপিএলের পঞ্চম মরসুমে, কেকেআর (KKR) জেতার পরে, সত্যিই নগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন পুনম।


নিজের নামে একটি অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম। তবে অশ্লীলতার দায়ে সেইদিনই গুগলের তরফ থেকে ব্যান করে দেওয়া হয় সেই ম্যাপ। তবে পুনম দাবি করেছিলেন, মাত্র ১৫ মিনিটে নাকি কয়েক হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করেছিলেন। তবে অশ্লীল ছবির দায়ে বাতিল হয়ে যায় সেই অ্যাপ। ২০২২ সালে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একটি আইনি অভিযোগ দায়ের করেন পুনম। তাঁর অভিযোগ ছিল, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও, তাঁর ছবি অবৈধভাবে ব্যবহার করছেন রাজ। রাজ কুন্দ্রার সংস্থা অবশ্য সেই অভিযোগ নাকচ করে দেন। 


পুনমের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বারে বারে বিতর্কে জড়িয়েছেন তিনি। ২ বছর প্রেমের পরে বিয়ে করেছিলেন পুনম, তবে সেই বিয়ে ভেঙে যায় মধুচন্দ্রিমাতেই। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন পুনম। পরে অবশ্য সেই অভিযোগ তিনি তুলে নিয়েছিলেন। প্রাক্তন স্বামীর সঙ্গে করোনাকালে রাস্তায় বেরিয়ে, করোনাবিধি ভেঙে গ্রেফতারও হয়েছিলেন পুনম। সব মিলিয়ে, পুনম আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ।


আরও পড়ুন: Koel Mallick: জয়সলমীরের প্রাসাদে, অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন কোয়েল, 'যকের ধন' খুঁজছেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।