নয়াদিল্লি: পঞ্জাবের সদ্য প্রয়াত গায়ক ও রাজনীতিক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) শেষকৃত্য (last rites) সম্পন্ন হবে আজ দুপুরে। শ্মশানে (crematorium) দাহ করার বদলে তাঁর শেষকৃত্য করা হবে তাঁর পৈতৃক ভিটেতেই (ancestral land)। 


অন্তিমযাত্রায় সিধু মুসেওয়ালা


সূত্রের খবর অনুযায়ী, সিধু মুসেওয়ালার শেষকৃত্য শ্মশানের পরিবর্তে তাঁর পৈতৃক ভিটেতে হবে। গোটা পুলিশ বাহিনীকে শ্মশান থেকে তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।


সিধুর বাড়ির সামনে আজ সকাল থেকেই উপচে পড়ছে ভিড়। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে হাজির কাতারে কাতারে লোক। মানসা গ্রামকে খ্যাতির আলোয় নিয়ে এসেছেন যে গায়ক তাঁর প্রয়াণে কেউ শোকস্তব্ধ তো কেউ ভেঙে পড়েছেন কান্নায়। 


 






তারকাদের শোকজ্ঞাপন


রবিবার হঠাৎই খবর মেলে যে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে সিধু মুসেওয়ালাকে। তাঁর নিজের গ্রামে। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়ে বিনোদন জগত থেকে রাজনীতিবিদরাও। শোকবার্তায় ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। 


অজয় দেবগণ, অনিল কপূর, রেশমি দেসাই, শেহনাজ গিল, জিমি শেরগিল থেকে শুরু করে পাকিস্তানের জনপ্রিয় তারকা গায়ক বিলাল সইদ শোকপ্রকাশ করেছেন সিধুর প্রয়াণে। 


 






আরও পড়ুন: Sameer Wankhede transfer: মাদককাণ্ডে আরিয়ান খানের ক্লিনচিট পাওয়ার পরের দিনই মুম্বই থেকে বদলি করা হল সমীর ওয়াংখেড়েকে