বিনোদন জগতে মাদকের ব্যবহার সংক্রান্ত বিষয়ে মতামত প্রকাশ করে কটাক্ষের মুখে পড়েতে হয় রিশিনাকে। তিনি বলেছিলেন, এমনটা শুধু শোবিজের ক্ষেত্রেই হয় না এবং কাউকে ব্যক্তিগতভাবে নিশানা করা ও পুরো ইন্ডাস্ট্রিকে একই চোখে দেখা একেবারেই সমীচিন নয়।
অন্যান্য সেলেবদের মতো রিশিনাও সোশ্যাল মিডিয়ায় ট্রোল এড়িয়েই চলেন রিশিনা। কিন্তু এবার কেউ কেউ এই বলে কটাক্ষ করতে শুরু করে যে. আপনি তো বলছেন, কিন্তু এটা জানা যাবে কী করে যে, আপনি মাদক নেন না।
এ ধরনের কটাক্ষ ধৈর্য্যের বাঁধ ভাঙে অভিনেত্রীর। তিনি মাদক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিশিনা বলেছেন, আমি ব্যক্তিগত আক্রমণ বরদাস্ত করব না।
রিশিনা জানিয়েছেন, তাঁর পরিবার পুরোপুরি পাশে রয়েছে। কিন্তু এই প্রথমবার তাঁর মা জানতে চান, বেটা, তোমার সার্কেল ঠিকঠাক তো?
আসলে চারদিকে যখন এত কথাবার্তা চলছে, তখন একজন বাবা-মা হিসেবে তার উদ্বিগ্ন হয়ে পড়াটাই স্বাভাবিক।সেজন্য মনে হল, এই সব কথাবার্তা-আলোচনার ফলে যখন আমার মাও প্রশ্ন করছে, এমনকি আমার অনুরাগীদেরও সন্দেহ হচ্ছে, তখন সমস্ত ব্যাপারটা খোলসা করা উচিত।
পরিবার ও অনুরাগীদের প্রতি ভালোবাসা থেকেই তাঁর এই মাদক পরীক্ষার সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিশিনা।