কলকাতা: পাহাড়ের কোলে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে একদল বন্ধু। সামনে অস্ত যাচ্ছে সূর্য। বন্ধুত্বের দিনে প্রকাশ পেল বন্ধুত্বের ছবির প্রথম ঝলক। আজ ফ্রেন্ডশিপ ডে। মুক্তি পেল আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় তনুশ্রী চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ অভিনীত নতুন ছবি 'আবার বছর ২০ পর' এর পোস্টার।
গোটা ছবির শ্যুটিংই হয়েছে পাহাড়ে। করোনাবিধি মেনেই শেষ হয়েছে ছবির কাজ। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে এই শীতেই বড় পর্দায় মুক্তি পাবে 'আবার বছর ২০ পর'। নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া, বাঁচতে ভুলে যাওয়া বন্ধুদের 'আবার বছর ২০ পর' যদি দেখা হয় তাহলে? এমনই অন্যরকম এক প্রেক্ষাপটে ছবির গল্পকে বুনেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত।
এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন রুদ্রনীল। নির্বাচনের সময় প্রচার ও দলীয় কাজে ব্যস্ত থাকার ফলে নতুন কোনও ছবিতে কাজ করেননি তিনি। কাজ হাতও নেননি। জানিয়েছিলেন, নির্বাচনী ব্যস্ততা মিটলেই ফের রুপোলি পর্দায় ফিরবেন তিনি। কারণ অভিনয়ই তাঁর পেশা ও ভালোবাসা। সেই কথা রেখেই 'আবার বছর ২০ পর'-এর গল্প বলতে পর্দায় ফিরছেন রুদ্রনীল।
অন্যদিকে রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে পর্দায় ফিরছেন তনুশ্রীও। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তবে রুদ্রনীল বা তনুশ্রী কেউই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেননি। কেবল নিজেদের পেশায় মন দিয়েছেন তাঁরা। অনুরাগীরাও অপেক্ষায় প্রিয় তারকাদের পর্দায় দেখার জন্য।
শুধু 'আবার বছর ২০ পর' নয়, এই বছরেই মুক্তি পাবে একাধিক নতুন ছবি। ১৩ অগাস্ট মুক্তি পাচ্ছে 'মুখোশ' ছবিটি। ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। 'গোলন্দাজ' ছবির জন্য এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও ইশা সাহা। ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। বছরের শেষে, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবুর গত ছবিগুলিও মুক্তি পেয়েছিল শীতের ছুটিতেই।